31-10-2024, 12:28 PM
(This post was last modified: 31-10-2024, 03:23 PM by nusrattashnim. Edited 2 times in total. Edited 2 times in total.)
নুসাইবাকে নিয়ে গল্পের স্রোতের উৎপত্তি সেই ১২ তম পর্ব থেকে। এরপর কতই না চড়াই-উৎরাই। বাংলাদেশ ব্যাংকের ডিডি, ফার্স্ট ক্লাস জব করা, রুপে-গুনে পরিপূর্ণা ও একই কারণে আত্নঅহমিকায় ভরপুর এক রমণীকে কিভাবে মাহফুজ আকাশ থেকে পাতালে নামিয়ে আনলো। ক্লাসিস্ট নুসাইবার এলিটিসিজম ও আপারক্লাস মেন্টালিটি ভেঙে তার দৃষ্টিভঙ্গির কীভাবে আমূল পরিবর্তন করলো। শুধু মুগ্ধ হয়ে পড়েই গেলাম।
মাইক্রোর সেই প্রথম সেশন নুসাইবা একটু কো-এক্টিভ ছিলো সেক্সে। এরপর প্রতিটা সেক্স সেশনেই সে ছিলো প্যাসিভ। মাহফুজকেই সবকিছু করতে হয়েছে। এই নিয়ে সবসময় একটা অতৃপ্তি কাজ করতো। নুসাইবার মতন এমন হট একজন মহিলা সেক্সে ফুলি এক্টিভ হলে যে কী আগুন একটা সেশন হতে পারে, মনে মনে তার অপেক্ষা করতাম। এন্ড ফাইনালি, U heard কাদের ভাই। এই পর্বের সেক্স সেশন was top-notch. আর এনাল যোগ করায় তা আরো সোনায়-সোহাগা হয়ে গেছে। তবে জোহরাকে নুসাইবা দেখে ফেলায় এবং পরবর্তীতে দুইজন একসাথে নিজেদের সেক্স-পাগল রুপ দেখতে দেখতে ক্লাইম্যাক্স করাটা সত্যিই পাগল করা ছিলো। নুসাইবা এরকম এক গ্রাম্য বধূর সামনে, যে আবার তার থেকে অনেকগুণে লোয়ার ক্লাস(তার পূর্বেকার সেল্ফ এর মতে) এভাবে রমণ ক্রিয়ায় মগ্ন অবস্থায় দৃশ্যমান হবে এবং তাতে তার ক্লাস ক্ষুণ্ণ হবে তা নিয়ে দুশ্চিন্তা করার বদলে বরং আরো উত্তেজিত হবে, এটা কয়েক পর্ব আগেও চিন্তার বাহিরে ছিলো। মাহফুজ made that impossible, possible. what a character he is!!
এবার আসি জোহরা আর মাহফুজের ব্যাপারে। তবে তার আগে কিছু কথা, এই গল্পটা শুরু থেকে পড়ে আসায় এতদিনে কাদের ভাইয়ের একটা সাইকোলজিকাল দিক মোটামুটি আঁচ করতে পারি। আমরা যেমনটা আশা বা প্রেডিক্ট করি, তার ৮০% ই গল্পে পরবর্তীতে আমরা দেখতে পাই। তবে আমরা যেই গন্তব্যে গল্প পৌছাবে আশা করেছিলাম, সেই গন্তব্যে গল্প পৌছালেও আমরা যেই স্পেসিফিক পথে গন্তব্যে পৌছাবো ভেবেছিলাম, কাদের ভাই সম্পূর্ণ ভিন্নপথ ধরে গিয়ে এরপর সেই গন্তব্যে পৌছান। আর এটাই এই গল্পের স্বাদ বহুলাংশে বাড়িয়ে দেয়। আমাদের পাঠকদের প্রতিনিয়ত অনুমানরত রাখে যে এর পরে কী হতো যাচ্ছে। কীভাবে কি হবে?
জোহরার সাথে একটা সেক্স সেশন হলে গল্পটা সেক্স ড্রাইভ এর ক্ষেত্রে আরো জমজমাট হতো নিশ্চয়ই। কিন্তু পরক্ষণেই মনে পড়লো কাদের ভাইয়ের একদম শুরুতে বলা এই গল্পের বৈশিষ্ট্য নিয়ে সেই মন্তব্যটি।
"গল্পের প্রয়োজনে সেক্স আসবে, সেক্সের প্রয়োজনে গল্প নয়"
তাই, এরপর বিপরীতমুখী দিক দিয়ে কিছু চিন্তা-ভাবনা করার চেষ্টা করলাম, কেন জোহরাকে মাহফুজের সাথে সেক্স করানো যায় না? কিছু বিষয় যা ভেবে পেলাম:
১) এটা নিতান্তই একটা সাইড প্লট। গল্পে এই সিকুয়েন্সের আসলে তেমন কোনোই প্রয়োজন নেই গল্পের পরবর্তী গতিপ্রকৃতি নির্ধারণে। আর গল্পের বয়স যেহেতু প্রায় দুই বছর হতে চলছে এবং লেখকের ব্যস্ততা ক্রমশ বেড়েই চলছে, যার কারণে উনি আগের মত ১ মাসেও ১ টি আপডেট দিতে সমর্থ হচ্ছেন না, তাই এই মুহূর্তে এরকম সাইড প্লট ইন্ডিউস করে শুধু শুধু গল্পের ব্যাপ্তি বাড়িয়ে গল্পটাকে আরো লেংদি তিনি করতে চান না। কারণ কোনো লেখকেই মনে হয় চাইবেন না ২ বছর মেহনত করে এরকম ৩৩ টা পর্ব লিখে কোনো গল্প শেষমেশ অসমাপ্ত করে রাখতে। তাই যত সম্ভব, তিনি টু দ্য পয়েন্ট থেকে এখন অতি-সত্ত্বর গল্পটাকে ফিনিশিং লাইনে নিতে চাচ্ছেন।
২) মাহফুজ অলরেডি ঢাকায় চলে এসেছে। গল্প তার পরের টার্নে অলরেডি ঢুকে গেছে। এখন নুসাইবার ঢাকা আসার পালা। তাকে কি মাহফুজ গিয়ে নিয়ে আসবে, না আমিন ই তাকে ঢাকা পৌছে দিবে এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কেইস হলে, মাহফুজের সাথে জোহরার শেষ দেখা অলরেডি হয়ে গেছে। আর প্রথমটা ও যদি হয়, সেক্ষেত্রে, মাহফুজ নির্বাচনের আগে এই মুহূর্তে হাওড়ে গিয়ে অনেক সময় ব্যয় করবে তাও বাস্তবিক না। শুধু সে গিয়ে হয়তো নুসাইবাকে নিয়ে আসবে। এট বেস্ট হয়তো এক রাত থাকতে পারে হাওড়ে। আর তা হলে, সেই রাতে বরং নুসাইবা-মাহফুজ তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে এক দীর্ঘ আলোচনায় লিপ্ত হবে, এটাই অনুমেয়। আর সেখানে চেরী অন দ্য টপ হিসেবে একটা শেষ ফুল ফ্লেজড সেক্স সিন আমরা পেয়েও যেতে পারি ফুফু-ভাতিজার। যেখানে দুজনই পাগলের মত দুজনকে ভালোবাসা বিলিয়ে দেবে। যেন এটাই শেষ। তাহলে তো আহা মরি মরি!!
সো, দুই কেইসেই জোহরা হ্যাজ নো চান্স যদি প্র্যাক্টিকালি চিন্তা করি।
৩) নুসাইবাকে একঅর্থে মাহফুজ বাস্তবিকতার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। লাইফে সার্ভাইভ করতে কতটা কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে, তার সাথে পরিচয় করে দিয়েছে। সেই প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে নিজেকে বাঁচাতে হবে সেই শিক্ষাও দিয়েছে। সবকিছু মিলিয়ে তার ভেতরে একটা অন্য সত্তা তৈরি করে দিয়েছে। এই সব কারণে মাহফুজের প্রতি নুসাইবার বিশ্বাস, ভালোলাগা, ভালোবাসা, সম্মান সবকিছুর একটা মিশেল তৈরি হয়েছে। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না, নুসাইবার ৪০ বছরের জীবনের সব শিক্ষা, তার চরিত্র, তার ব্যাক্তিত্ব, তার ক্লাস সচেতনতা সব এক লহমায় বদলে যাবেনা। হয়তো তার নতুন সত্তার নিচে কিছুটা চাপা পড়ে গেছে তার পুরোনো সত্তা। আর এখন জোহরার সাথে মাহফুজের সেক্স হলে, সেইটা নুসাইবার চোখে পড়বে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে কী সমস্যাগুলো দানা বাঁধতে পারে বলে মনে হয় তা গল্পের আলোকেই ধরি। গল্পে মাহফুজ ও নুসাইবার মধ্যে বিভিন্ন ফেইজে তাদের সম্পর্কের কিছু বিল্ডিং মোমেন্ট এর দিকে যদি হাইলাইট করি।
ছেলেটা ওকে সাহায্য করার জন্য লাইফ রিস্ক নিয়েছে সেইটা অস্বীকার করা যাবে না। এমন আর কখনো হয় নি। সুন্দর ছেলেরা সারাজীবন ওর পিছনে ঘুরেছে কিন্তু কখনো তেমন পাত্তা পায় নি। ওর কাছে ছেলেদের সবচেয়ে আকর্ষনীয় গুণ ছিল কতটা আস্থার। আরশাদ কে পাত্তা দেবার প্রথম কারণ ছিল সেইটাই। যদিও এখন বুঝতে পারছে বছরের পর বছর ওকে কিভাবে বোকা বানিয়েছে আরশাদ।
ভালবাসার মানুষের জন্য রিস্ক নেবার প্রবণতা, বাকি সবার সাথে লড়াই করার ক্ষমতা আরেকটা বড় গুণ ছেলেদের নুসাইবার চোখে। ওর যখন বাচ্চা হচ্ছে না তখন আরশাদ যে ওর নিজের ফ্যামিলি আর সোসাইটির রক্ষচক্ষুর সাথে লড়াই করেছিল সেইটা আরশাদের প্রতি ওর ভালবাসা আর গভীর করার কারণ। কোন মেয়ে না সাহসী লয়াল ছেলে পছন্দ করে। মাহফুজের মাঝে যেন এইসব গুণ এসে জমা হয়েছে। সিনথিয়া খালি হ্যান্ডসাম ছেলে পছন্দ করে নি সাথে সাথে সাহসী আর লয়াল একটা ছেলে পছন্দ করেছে। লয়াল শব্দটা মাথায় আসতেই হাসি আসে নুসাইবার। সিনথিয়ার প্রতি এত অনুগত থাকলে আবার ওর প্রতি কেন এই অবাধ্য আকর্ষণ মাহফুজের। সব ছেলেরাই কি একরকম? ঘরের খেয়ে বাইরেরটাও খেতে চায়?
মাহফুজ বাইরে থেকে ভেসে আসা তর্কের দিকে ইংগিত করে বলে দুইজন সমান তালে তর্ক করলেও কিন্তু ভালবাসা থাকে। জোহরা আমিন কে দেখলে আমার কিন্তু মনে হয় ওদের মধ্যে একটা বোঝাপড়া আছে, গভীর ভালবাসা আছে। নুসাইবা বলে আজকাল আমি ভালবাসা ব্যাপারটা নিয়ে সন্দিহান। সারাজীবনে আমি একটা লোককে ভালবেসেছি। কত কত প্রেমের প্রস্তাব। বিয়ের আগে বা পরে কিন্তু কখনো আমাকে কেউ টলাতে পারে নি। কিন্তু আমার এই অন্ধ প্রেম কি দিল বল? মাহফুজ বলে ভালবাসার উপর আমার এখনো বিশ্বাস আছে। নুসাইবা হেসে বলে, তাহলে তুমি আমার সাথে কি করছ? মাহফুজ বলে সিনথিয়া কে ভালবাসি বলেই তো তোমাকে উদ্ধার করার রিস্ক নিলাম। নুসাইবা যেন অনেকক্ষণ মাহফুজ কে কোণাঠাসা করার একটা সুযোগ পেল। বলল সিনথিয়া কে যদি এত ভালবাস তাহলে আমার সাথে যা যা করেছ তার মানে কি? মাহফুজ চুপ করে থাকে। বাইরে থেকে জোহরা আমিনের তর্কের স্বর ভেসে আসে। আমিনের বোন কোন কালে জোহরা কে কিছু একটা খোচা দিয়েছিল আমিনের সামনে তখন আমিন এর প্রতিবাদ করে নি তাই নিয়ে। মাহফুজ নিজেও নুসাইবার প্রশ্নটা ভেবেছে কিন্তু এর উত্তর নেই ওর কাছে। চুপ করে থাকে। নুসাইবা ওর দিকে তাকিয়ে থাকে। নুসাইবা নিজেও আসলে মাহফুজের উত্তর শুনতে আগ্রহী। ঝিঝিপোকা ডাকছে বাইরে। মাঝে মাঝে বাতাসের কারণে গাছের পাতা নড়ার শব্দ আসছে। মাহফুজ ঘরের এক কোণায় ঝাপসা অন্ধকারে তাকিয়ে থাকে। এই প্রশ্নের উত্তর টা ঠিক এই কোণার ঝাপসা অবস্থার মত। উত্তর টা জানি জানি মনে হলেও আসলে জানে না ও। মাহফুজ সত্য উত্তর দেয়। বলে জানি না। নুসাইবা বলে তাহলে এর একটাই ব্যাখ্যা। কাম। আরশাদের আচরণের যেমন একটাই ব্যাখ্যা কামের তাড়না ঠিক তোমার আচরণের একটাই ব্যাখ্যা কামের তাড়না।
নুসাইবা অন্ধকারে কিছুক্ষণ চুপ থেকে বলে তাহলে আমাদের আসার সময় গাড়িতে কি হয়েছিল? আমি কৃতজ্ঞতায় যেখানে তোমাকে জড়িয়ে ধরেছি সেই স্পর্শ কে তুমি অপবিত্র করে দিয়েছিলে তোমার নোংরা ইচ্ছা দ্বারা। মাহফুজ বলে ভুল। আমি তোমাকে যখন স্পর্শ করি তখন পর্যন্ত আমি কিছু ভাবি নি। বরং এত বড় একটা রিস্কি অপারেশন সফল করে তোমাকে বের করে আনাতে পারার জন্য এক ধরনের এন্ড্রোলিন রাশ হয়েছিল। কিন্তু যেই মাত্র তোমাকে স্পর্শ করলাম তখন সব পালটে গেল। আমার মনে হল আর একটু পর তুমি দেশের মাটি থেকে চলে যাবে। আর কবে দেখা হবে বা হবে না জানি। ফ্লোরা হাসানের দোকানে তোমাকে স্পর্শ করার স্মৃতি মনে পড়ে গেল। মনে হল আর কোন দিন যদি দেখা না হয়। তোমাকে স্পর্শ করলেও চুমু খাওয়া হয় নি। তাই ঝোকের বশে চুমু খেলাম। এরপর আবার মাতাল। তোমার মধ্যে কিছু একটা আছে যেইটা মাতাল করে দেয় বুঝলে। নুসাইবা অন্ধকারে হাসে। সিনেমার ডায়লগ দিচ্ছে যেন ছেলেটা। মাহফুজ বলে এরপর সব ঠিক আগের মত। মাতাল যেমন রাস্তায় হাটার সময় হাটে কিন্তু ঠিক জানে না কিভাবে হাটছে আমিও তারপর সব করেছি ঠিক সেইভাবে। তোমার শরীরের ঘ্রাণ, স্পর্শ সব যেন মস্তিষ্কে গেথে নিচ্ছিলাম যাতে আর পরে কোনদিন দেখা না হলেও মাথায় গেথে থাকে সব। যেন সেই স্মৃতি রোমান্থন করে কাটিয়ে দেওয়া যায় জীবন। এইভাবে কোন দিন ওকে কেউ বলে নি। তাই নুসাইবা রাগতে চাইলেও ঠিক রেগে উঠতে পারে না। সিনথিয়া কেন এই ছেলের জন্য পাগল তা যেন খানিকটা বুঝে উঠতে পারে। যেইভাবে নুসাইবার প্রতি নিজের অনুভূতি জানাল তাতে নুসাইবার গায়ের রোম কাটা দিয়ে উঠে। চুপ করে থাকে কিছুক্ষণ দুইজন। সেই নীরবতায় গান গায় খালি ঝিঝিপোকা। গত কয়েক মাসে অনেক গুলো ঘটনায় কাছে আসতে হয়েছে দুইজনকে। যেভাবে অনেক সময় অনেক কাপল বছরের পর বছর সংসার করার পরেও কাছে আসতে পারে না। তাই অন্ধকারে যেন পরষ্পর কে বুঝে নিতে চায় দুইজন।
মাহফুজ এর সাথে খালি শরীরের মিলন ই না, কয়েকদিনের একসাথে থাকায় একপ্রকার মানসিক নির্ভরতা বা সস্তি বা বিশ্বাস যেটাই বলি সেটা নুসাইবার হয়ে গেছে। এবং শুরু থেকে মাহফুজের লক্ষ্যও তাই ছিলো। যেকোনো মূল্যে নুসাইবার ভরসা, বিশ্বাস অর্জন করে সিন্থিয়াকে বিয়ে করার জন্য নুসাইবাকে পটিয়ে রাজি করা। মাহফুজ নুসাইবা কেইস এর অভীষ্ট লক্ষ্যে একপ্রকার পৌছেই গেছে বলা চলে। কিন্তু এই মুহূর্তে জোহরার সাথে নুসাইবার গোচরেই সেক্স করলে এতদিনের সব মেহনত একদম ধূলায় পর্যবসিত হবে। তখন আরশাদ কে নুসাইবা এখন কামতাড়িত কাপুরুষ রূপে যেভাবে চিত্রায়ন করে, মাহফুজকেও একই চোখে দেখা শুরু করবে। আফটার অল, ঘরের বউ ছেড়ে তার চেয়ে নিম্নবর্গের কারো সাথে সেক্স করবে, তাও ঘরের বউয়েরই সামনে এটা জীবনেও ঘরের বউ সুস্থ মস্তিষ্কে মেনে নিতে পারবে না বা নিবেও না। আবার, জোহরার সামনে এখন নুসাইবা মাহফুজের বউ পরিচয়ে আছে। সে থাকতে মাহফুজ আরেকজন এর সাথে সেক্স করা মানে তাকে ও প্রকারান্তরে, একইসাথে সিনথিয়াকেও অসম্মান করা ও ঠকানো। নুসাইবা তার সাথে মাহফুজের হয়ে যাওয়া প্রতিটা শারীরিক সম্পর্কের প্রতিটারই সিচুয়েশনাল ব্যাখ্যা দাঁড় করিয়ে হয়তো মাহফুজকে বিশ্বাস ও লয়ালটির কাঠগড়ায় দাঁড় করাবে না। কিন্তু জোহরার সাথে কিছু হলে এতদিনের সাজানো বাগান একদম তছনছ হয়ে যাবে। আর মাহফুজের যেরকম ক্যারাক্টার বিল্ড করা হয়েছে গল্পে, তাতে তাকে মাগীবাজ হিসেবে দেখানোও হয়নি যে, যে কোনো মেয়ের সাথেই শুয়ে পড়বে। কাহিনীর প্রয়োজনে জেবা, জোহরা এরা এসেছে, সামনেও হয়তো কেউ আসতে পারে। কিন্তু তাদের সাথে মাহফুজ তার মেয়ে পটানোর বা মুগ্ধ করার ক্যাপাবিলিটি কাজে লাগিয়ে তার কাজ উদ্ধার করে নিয়েছে সুকৌশলে। এতটুকুই। তবে হ্যা, জোহরার ক্ষেত্রে হয়তো জোহরা নিজে থেকেই কিছুটা চাইল্ডহুড ক্রাশের মত ছোটখাটো যৌন পাগলামি যেমন অনেকে করে থাকে সেটা করেছে। কিন্তু সে মাহফুজের সাথে উরাধুরা সেক্স করতে চায় যে কোনো মূল্যে এমনটাও কোথাও দেখানো হয়নি। বরং সে দূর থেকে এই সুন্দর জুটির যৌন ক্রিয়া দেখে এবং নিজেকেও হাল্কা করতে পেরে তাতেই বরং আপ্লুত। তাই সবমিলিয়ে একান্ত ব্যাক্তিগত ভাবে আমার মতামত, জোহরার সাথে গল্পের এতদিনের বৈশিষ্ট্য মোতাবেক, মাহফুজের সেক্স হবে না বলেই মনে হয়।
সাবরিনা। আহা সাবরিনা। দ্য গ্রেট সাবরিনা। আবার ও সোয়ারিঘাট ২ যেন হতে যাচ্ছিলো। কিন্তু সুপারম্যান মাহফুজ থাকতে তা কিভাবে সম্ভব? এবারও বোঝাই যাচ্ছে মাজফুজ সাবরিনাকে বাঁচিয়ে নিবে। এবং পরদিন যেহেতু সাবরিনার ছুটি, তাই সাবরিনাকে সেন্সে এনে সে কি বিপদে পড়তে যাচ্ছিলো তা বুঝালে, সাবরিনা আবার পটে বাটার হয়ে যাবে। দেখা যাক, কি আছে সামনে। তবে সাবিতের প্রোপার পানিশমেন্ট চাই কাদের ভাই। যেহেতু রেকর্ডিং চলছে। তার মানে এবার সলিড প্রমাণাদিও আছে। তবে হ্যাটস অফ টু ইউ কাদের ভাই। শেরাটন হোটেল এর ডিটেইলস কিভাবে ফুটিয়ে তুলেছেন। একদম ছোটখাটো শিফট ডিটেইলস থেকে শুরু করে। এজন্যই আপনার লেখা এত ভালো লাগে। একদম প্রোপার এন্ড অথেনটিক ডিটেইলস। তাও ইরো সাহিত্যে। খুব কম লেখকের গল্প এমন পাওয়া যায়।
সবশেষে, সাবরিনা আর নুসাইবার নৌকা ঘাটে ভীড়ার কাছাকাছি আর সাফিনা বেগমের নৌকা ঘাট থেকে রওনা দিলো বলে। মাঝি মাহফুজ কোন পথে কিভাবে সাফিনাকে ঘুড়িয়ে আনে ও তার মন জয় করে সেটা দেখার অধীর অপেক্ষায় বসে আছি। একদিকে অর্নব-মিশকাত, অন্যদিকে কাজলের স্মৃতি রোমন্থন, আবার আয়েশা বেগমের কনভিন্সিং ক্যারাক্টার, অন্যদিকে নতুন চরিত্র সন্তোষদার আগমন। সব মিলিয়ে সাফিনার পার্ট টা is gonna be an interesting ride, I must say. চালু চালু আপডেট টা দিয়েন ভাই। এত সুন্দর একটা গল্প লেখার জন্য পরিশেষে আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাই।