28-10-2024, 06:48 AM
(This post was last modified: 28-10-2024, 07:46 AM by বহুরূপী. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-10-2024, 08:44 PM)Gl Reader Wrote: Update ?
লেখা চলছে,শেষ হলেই দিয়ে দেব।
(27-10-2024, 11:38 AM)Karobide Wrote: ধন্যবাদ। তবে একজন কিশোরী প্রথম প্রেমে উন্মুখ ও কামে জরজর হইয়া থাকে। তাহার চরিত্রে এরূপ দার্ঢ্য তুলনারহিত। বয়স না উল্লেখ করিয়াও তাহাদের প্রথম রমণের মনোমুগ্ধকর বর্ণনা দেওয়া যাইত বলিয়া বোধ হয়। তাহা পাঠকপাঠিকাগণ অবলোকন ও শ্রবণ করিয়া পুলকিত হইতেন।
খারাপ বলেননি,তবে হেমকে অতটা কামে জর্জরিত দেখাই নি আমি।বেশির ভাগ সময়েই সঞ্জয় জোরাজুরি করেছে হেমলতার সাথে।
নারীদের মনভাব পুরুষ লেখকের পক্ষে তুলে ধরা কঠিন(বিশেষ করে আমার কাছে নারীর মনভাব বোঝা বাংলা বানানের চাইতেও কঠিন মনে হয়।আমি এক হতভাগা বলতে পারেন।) তবে তাই বলে সব নারী তো আর এক নয়।সবারই চিনন্তা ভাবনা আলাদা। বিশেষ করে নয়নতারার বোনটি বোকাসোকা হলেও নয়নের একটু আধটু তো পেতেই পারে।
বয়সের ব্যাপারটা উল্লেখ করবার ইচ্ছে নেই। শুধু দেখছি ভুল বশত ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছি কিনা।