25-10-2024, 08:25 PM
(24-10-2024, 07:31 PM)বহুরূপী Wrote: পুরাতনকে আঁকড়ে থাকাই বার্ধক্য অর্থাৎ জড়তা।
নতুনদের নিয়ে এগিয়ে চলার চেষ্টা করা উচিত।❤️
(25-10-2024, 12:17 AM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: জোর করবো এমন সম্পর্ক নেই।
তবে একজন পাঠক হিসেবে বলতে পারি যে, কেও কারো জন্য অপেক্ষা করে না।
আপনি লিখা শুরু করলে আমি অবশ্যই থাকবো।
দেখা গেল আরো নতুন কিছু পাঠক / পাঠিকাও পেয়ে গেলেন।
আপনার গল্প শেষ অবধি পড়ার অপেক্ষায়।
-------------অধম
(25-10-2024, 02:04 AM)Alex Sean Wrote: বিদ্যার এহেন সম্মতি যেন বুকে শুল বিঁধে যাওয়ার মতো হলো।কিন্তু আফসোস পরম বৈচিত্র্যময় বিচিত্র মহাশয় আমাদের কথা আর ভাবলেন কই?আদৌও কী কখনো বিচিত্র মহাশয়ের সুমতি ফিরবে যে নাহ যাই বিদ্যার সাগরে দোর্দণ্ডপ্রতাপে বীর বিক্রম তার জাহাজের মাস্তুল খাটিয়ে দাঁড় বাইয়ে আসি।
বিচিত্রের সুমতি হোক,আর ভক্তকূলের সুপ্ত আকাঙ্খার একটা গতি হোক।
(25-10-2024, 07:15 AM)কাদের Wrote: গল্পটা বেশ ভাল চলছিল। লেখকের প্রতি অনুরোধ রইলো গল্পটা শেষ করার। এমনিতে ভাল গল্পের বড় অভাব। এর মাঝে দুই একটা ভাল গল্প শুরু হয়ে এভাবে অকালে ঝড়ে গেলে ভাল লাগে না।
বলেছেন ভালো । নতুন নিয়ে এগিয়ে যেতে হয় । তবে এখন আর লেখার ইচ্ছা হয়না । গত কয়েক মাসে হয়ওনি । এখন এখানে আছি কয়েকদিন । দেখি যদি লেখার ইচ্ছা হয় তখন দেখা যাবে
❤️❤️❤️