25-10-2024, 04:10 PM
(This post was last modified: 25-10-2024, 04:13 PM by বহুরূপী. Edited 1 time in total. Edited 1 time in total.)
(25-10-2024, 03:50 PM)মাগিখোর Wrote: বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মেয়েদের সম্মন্ধে আপনার মতামত সঠিক। কিন্তু, নারীদের পুতুল সাজিয়ে রাখাটাও পুরুষতান্ত্রিক ষড়যন্ত্র। নাহলে, ছেলেদের আন্ডারওয়্যারের বিজ্ঞাপনেও নারীদের ছবি লাগাতে হয়।
কিন্তু, মাতৃতান্ত্রিক সমাজের চিত্র ঐতিহাসিকরাই বলেছেন। মানুষ যখন যুথবদ্ধ হতে শুরু করলো, তখন যৌথ জীবন মাতৃতান্ত্রিক ছিলো। কারণ, মা-য়ের সঙ্গে সন্তানের বন্ধন অচ্ছেদ্য। বাহ্যিক বলপূর্বক তাকে ছিন্ন করতে হয়। অপরদিকে, পিতৃত্ব (যতই তেঁতো লাগুক না কেন) কাল্পনিক। মা যাকে পিতা হিসাবে চিহ্নিত করবেন তিনিই সমাজ স্বীকৃত পিতা (বাস্তবে যাই হোক না কেন)।
যাই হোক, এই ফোরামে আমরা ইরোটিক গল্প উপভোগ করতে আসি; কখনো বা পাঠক হিসাবে কখনো বা লেখক। তর্ক করতে চাই না।
এক লাইনে আটকে দিয়েছেন দাদা
তবেদুটো কথা বলবো- মাতৃতান্ত্রিক সমাজের কোন বিশেষ প্রমাণ নেই,যা আছে তা বিজ্ঞানীদের থিওরি। আর জানেন নিশ্চয়ই থিওরি সব সময় সঠিক হয় না এবং পরবর্তীতে পরিবর্তনও হতে পারে।
পুরুষতান্ত্রিক সমাজ'টিও বিশেষ ভালো নয়। আমাদের মিলেমিশে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে এটি করতে গেল আগে আমাদের সমাজকে ঠিক করতে হবে। কারণ , ছেলেদের আন্ডারওয়্যার কোম্পানির মালকিন অনেক সময় মেয়েরাও হয়ে থাকে।