25-10-2024, 11:26 AM
(This post was last modified: 25-10-2024, 11:30 AM by বহুরূপী. Edited 1 time in total. Edited 1 time in total.)
(25-10-2024, 08:35 AM)মাগিখোর Wrote: প্রাচীনকালে, মানুষের পরিবার ছিলো মাতৃতান্ত্রিক। একজন পরিণত মা-ই ছিলেন পরিবারের কর্ত্রী। পুরুষের প্রয়োজন ছিলো মূলত রক্ষণাবেক্ষণ আর প্রজনন প্রক্রিয়ার জন্য। নারীসমাজ নিজেদের ব্যক্তিগত সুরক্ষা নিজেরাই করতেন। কিন্তু, শারীরবৃত্তীয় কারণে, মাসের নির্দিষ্ট কয়েকটি দিন এবং গর্ভধারণ কালে তাঁরা অসুরক্ষিত হয়ে পড়তেন। এখান থেকেই পুরুষের আধিপত্যের শুরু। পরবর্তীতে পুরুষ, নিজেদের অধিকার বজায় রাখার জন্য; পাশাপাশি নারীর অধিকার খর্ব করার জন্য; পরিবারের প্রচলন শুরু করে। যেখানে, এক নারী, বৈবাহিক সুত্রে এক পুরুষের অধীন। যদিও পুরুষ; অসংখ্য নারীকে নিজের অধিকারে রাখতে পারেন বিবাহসূত্রে অথবা দৈহিক বল প্রয়োগে। নিজ নিজ সন্তান ছাড়া অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা বারণ এই সমস্ত নারীদের। মুক্তকাম এই সময় থেকেই পরিত্যক্ত।
ওটা শুধুমাত্র একটা থিওরি বা তত্ত্ব। আর যদি সত্য হয়েও থাকে তবে বলবো- এই যুগে মাতৃতান্ত্রিক পরিবার হবে ভয়ংকর। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি নারী বলতে তেমন কেউকে খুঁজে পাই না। চারদিকে যাই দেখি সবই বিদেশি পুতুল। ঠিক আগের দিনে যেমন ছিল দেশি পুতুল তেমনই। নারী খুঁজে পাওয়া এখন এক বিশাল ভাগ্যের ব্যাপার।


![[Image: IMG-20241001-072115.jpg]](https://i.ibb.co/7jZQY9h/IMG-20241001-072115.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)