23-10-2024, 07:11 AM
(This post was last modified: 23-10-2024, 08:11 AM by বহুরূপী. Edited 2 times in total. Edited 2 times in total.)
(23-10-2024, 12:20 AM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: আমিও ইচ্ছে করে চুপ থেকে লেখককে সমর্থন দেই। কারন এখানে সকল লেখকরা ফ্রীতে লিখেন, তার উপর নিষিদ্ধ সাইট।এমন নয় যে লিখে পরবর্তীতে পাবলিশ করে নাম ও পয়সা কামাতে পারবেন।
আরো আছে লেখক ও ভালো লেখকের ঘাটতি।
তাই লেখকের ছোট খাট ভুল নজর আন্দাজ করে উতসাহ
দেয়াটাই বেটার অপশন মনে করি।
-------------অধম
আগে এমনটা ছিল না। তুমি কত সালে এই পরিবারে যোগ দিয়েছ জানি না,তবে পুরনো গল্প পড়লে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি।
সমালোচনা খারাপ নয়, সমালোচনা লেখককে আরও ভালো করতে সাহায্য করে। তবে এটা ঠিক এখন নতুন পাঠক সমাজ কিছুটা ঘেঁটে..থুড়ি কিছুটা নয় বেশ অনেকটাই বিগড়ে গেছে। তবে তোমার এই লাইনটা পরে এক পদ্মা নদীর মাঝির কথা মনে পরে গেল, “বাঙ্গালীদের বলে দিও, পেটের ব্যবস্থা না করে কেউ যেন স্যাহিত করতে না আসে” আশা করি চেন তাকে।