20-10-2024, 09:45 PM
(12-02-2022, 06:01 PM)nandanadasnandana Wrote: কিন্তু জানো, ছেলেরা অনেক মিস কনসেপশন নিয়ে থাকে। বিশেষ করে মেয়েদের অর্গাজম নিয়ে। কি অরিজিনালি, সেটা আমার ও বলতে লজ্জা করে। কিন্তু মেয়েদের অর্গাজম বা জল খসা, আর ছেলেদের এজাকুলেশন, দুটো খুব আলাদা। দুটো র সময়, ফ্রিকশন টাইম এক কোন ভাবেই না। এই ব্যাপার টা যাদের বিয়ে হয়ে তারা হয়ত বোঝেন, কিন্তু অনেক গল্পেই আমি বুঝি, না জেনে লেখা। তাও যৌন গল্প। সেই হিসাবেই পড়ি। আর ভালো ও লাগে অনেক গল্প।
সম্পূর্ণ ভুল চিন্তাভাবনা।অর্গাজম বা এজাকুলেশন এবং উত্তেজনা কার জন্যে কেমন,এটি আপনার পক্ষে বলা অসম্ভব। এই বিশেষ মুহুর্তটি সবার জন্যে আলাদা, বিশেষ করে মেয়েদের।