09-10-2024, 08:01 AM
অপেক্ষার প্রহর শেষে ৬ তারিখই শেষ করেছি ভোরে। আদিক্ষেতা না দেখিয়ে সরাসরি বলি, এক্সপেক্টেশনের চেয়ে ছোট আপডেট পেয়েছি, তবে আপডেট যে পেয়েছি তাতেই বেজায় খুশি, আবারো নতুন জল্পনা-কল্পনার শুরু হয়ে গেল। আমার এক্সপেরিয়েন্সে সেরা ২ জন রাইটারের একজন আপনি। একজন রহস্য চটির কিংবদন্তি কিংশুক মজুমদার আকা তমাল মজুমদার, আরেকজন কাদের৷ তবে উপন্যাসের ধারনা, দৈর্ঘ এবং এতো লম্বা দৈর্ঘ্যের উপন্যাসে ধারা ধরে রাখতে পারাদের মধ্যে আই হ্যাভ নেভার সিন এনিওয়ান বেটার দ্যান ইউ। আই উইল অলওয়েজ বি ওয়েটিং ফর ইউর ন্যাক্সট। বাই দ্যা ওয়ে ভাইজান আপনার যদি মেইনস্ট্রিমে কোনো লেখা বা বুক থাকে দয়া করে ইনবক্সে জানাবেন। একটা আবেদন রইলো "সিনথিয়ার মাকে (সাফিনা) ছেড়ে দেন, গল্পের বিষয়বস্তুর সাথে বড্ড বেমানান। সেক্স হার্ডকোর রাখেন, বাট গল্পটাকে সফটকোরই রাখেন। ৩২ এর পর আমার কিছু রিকুয়েস্ট ছিলো সময় পেলে দেখবেন এবং এবং বিবেচনা করবেন আশা করি। এই ফোরামে একমাত্র আপনার উপন্যাসেই আমি কমেন্ট করেছি, আশা করি আশাহত হবো না। আপনি সুস্থ থাকুন ভালো থাকুন।