06-10-2024, 02:35 AM
অনেকদিনের অভুক্ত চাহিদা মেটলো। আপনার গল্পের মূল বৈশিষ্ট্য হলো পাঠক পাঠিকা কে একদম ক্যারেক্টারের মধ্যে মিশে যেতে বাধ্য করা। মন হয় নিজের সাথেই এগুলা হচ্ছে। চোখের সামনেই সব ঘটছে এরকম মনে হয়। মনে হয় আমিই সিনথিয়া, আমিই সাবরিনা, নুসাইবা। এতো ডিটেইল ইন্টিমেট বর্ননা আর কেউ লিখে কিনা আমি জানি না, এভাবে লিখা সম্ভব! প্রতিবার মনে হয় এরকম সেক্স ই তো চাই, আমিই তখন কল্পনায় হয়ে উঠি সাবরিনা, নুসাইবা। হ্যাটস অফ টু ইউ। আর ক্লাইমেক্স তো আছেই এরপর কি হবে, কি বুঝি হয়। সামিনা আন্টির সাথে যে কি হয়! সাবরিনা যে কি করে এইটা দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। তাড়াতাড়ি আপডেট দিবেন। ওয়েট করতে করতে আবার আগের পর্ব পড়তে হয়, তাও নতুন পর্ব পাই না। অলরেডি তিনবার পড়া হয়ে গেছে আপনার এই গল্প। ভালো থাকেন, ভালোবাসা নিবেন আর আমাদের এভাবে গল্পের মাধ্যমে ভালোবাসা দিয়ে যাবেন।