29-09-2024, 10:49 PM
(This post was last modified: 29-09-2024, 10:55 PM by বহুরূপী. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-09-2024, 09:30 PM)fatima Wrote: কিংকর ভাই একেবারে আমার মনের কথাটা বলেছেন।
সোহমের মত বাউন্ডুলে মাতাল সজাগ হিসেবী শিক্ষিত মধ্যবিত্ত মানুষদের মত ফ্যামিলি প্ল্যানিং করবে এটা অস্বাভাবিক লাগছে।
(29-09-2024, 05:14 PM)kinkar Wrote: বিয়ের ৫/৬ বাচ্চা হয়নি এমন দম্পতির কারণ হল, তারা পরিবার পরিকল্পনা করেছে।
যারা তা করেনি, তারা বিভিন্ন আধুনিক চিকিৎসার দ্বারা পরবর্তী কালে সন্তানলাভ করেছে।
এ যে দেখছি রীতিমতো আন্দোলন

এতো বিশ্লেষণ করে বলতে হবে ভাবিনি
১/ এই সাইটের নিয়মের কারণে নয়নতারার প্রথম সন্তান প্রসবের বয়স ২০/২১ এর মধ্যে রেখেছি,যদি কেউ রিপোর্ট করে তার জন্যে এই ব্যবস্থা।
২/ বাস্তব ঘটনা বললে আপনাদের বিশ্বাস না হওয়ার সম্ভাবনা বেশী। আমি এমন দুটি ঘটনা দেখেছি,তার মধ্যে একটিতে মা মৃতসন্তানের জন্ম দেয়। কঠিন বাস্তবতা, তবে আমার টা কিন্তু গল্প।
৩/ নয়নতারার মাতাল স্বামীর কথা ধরতে গেলে, বার বছরে নয়নতারার কোলে ১২ জনের ফুটবল টিম ধরিয়ে দিতে হবে। আর ভবিষ্যৎ তো পরেই রইলো।

এবার ভেবে দেখুন এবং সময় হলে -শ্রীমতী অমলা দেবীর "দাসী" গল্পটা পড়ে দেখুন,আপাততঃ এটাই মনে পরছে।খুব ক্লান্ত নইলে লাইব্রেরি ঘেটে আরো বলতাম।
(29-09-2024, 05:09 PM)kinkar Wrote: হ্যাঁ, কদাকার মুখশ্রী হলে বোঝা যায় না।
সুন্দর মুখশ্রী হলে অবশ্য আরও কম বয়স বলে মনে হয়।
একদম নয়। আপনার থেকে সাইজে ডাবল কেউ কে দেখলে অনেকটা এমন হবে
১/যদি দুর্বল মনের মানুষ হন তবে- ওরে বাবা/ এ বাটা খায় কি?/ নিশ্চিত পালোয়ান!/
২/ শক্তপোক্ত মনের মনুষ্য হলে- কি দরকার?
আরো অনেক সম্ভাবনা আছে,এবং হতে পারে। তবে আগেই বলেছি আপাতত আমি ক্লান্ত,পরে কথা বলতে চাইলে না হয় আবার হবে।

(29-09-2024, 07:55 AM)একজন পাঠখ Wrote: Vai apanar maa shushto hoisen?
R update kobe ashbe?
এটি আগেও বলেছি,শুক্রবারের আগে আসার সম্ভাবনা কম।
সবাই কে ধন্যবাদ এবং শুভরাত্রি❤️