29-09-2024, 07:50 AM
(28-09-2024, 01:14 PM)fatima Wrote: গল্পটি দেখছি অনেকদূর এগিয়ে গেছে। ধীরে ধীরে বিকশিত হয়েছে। সুন্দর।
তবে কয়েকটি কথা -
১। কাঁচুলি তো রমণীগণ আর পরেন না, তার বদলে ব্লাউজ লিখলেই বোধহয় ভাল হয়।
২। নয়নের সাত বছরের একটি পুত্র সন্তান আছে। যদি বিয়ের সময় তার ষোল বছর বয়স ধরি, আজ তার বয়স ২৪/২৫
৩। সঞ্জয়ের বৌদিমণির বিয়ের সময় বয়স ছিল ৮/৯। তাহলে আজ তার বয়স ১৭/১৮র বেশি হয় না। কিশোরই বলা চলে।
৪। অথচ গল্পে তাকে যুবক দেখান হয়েছে। তরুণ নয়, যুবক - অর্থাৎ ২৪/২৫।
উপরের ৩ ও ৪ এর মধ্যে যে আপাত গোলযোগ সেটার সমাধান করতে হবে।
কাচুলি কান্ডখানা আবার খোজাখুজি করে দেখলাম ,বঙ্কিমরচনা বলিতে এর উল্লেখ আছে, নিচে দিয়ে দিলাম-
জল অস্থির, কিন্তু নদী অস্থির নহে; নিস্তরঙ্গ। লাবণ্য চঞ্চল, কিন্তু সে লাবণ্যময়ী চঞ্চলা নহে–নির্বিকার। সে শান্ত, গম্ভীর, মধুর অথচ আনন্দময়ী; সেই জ্যোৎস্নাময়ী নদীর অনুষঙ্গিনী। সেই নদীর মত, সেই সুন্দরীও বড় সুসজ্জিতা। এখন ঢাকাই কাপড়ের তত মর্যাদা নাই–কিন্তু এক শত বৎসর আগে কাপড়ও ভাল হইত, উপযুক্ত মর্যাদাও ছিল। ইহার পরিধানে একখানি পরিষ্কার মিহি ঢাকাই, তাতে জরির ফুল। তাহার ভিতর হীরা-মুক্তা-খচিত কাঁচলি ঝক্মনক করিতেছে। নদীর জলে যেমন চিকিমিকি–এই শরীরেও তাই।