23-09-2024, 10:17 AM
গতকাল কেন যেন মনে হচ্ছিল আপডেট আসবে, আর তাই সারা দিনে অফিসের কাজের মাঝে কিছুক্ষন পর পর চেক করছিলাম। সবশেষ সকালে ল্যাপ্টপ খুলতেই মনে হহল একটু ঢু মেরে আসি, হয়ত রাতে আপডেট এসে থাকতে পারে। কিন্তু, না। যাই হোক, অপেক্ষা করছি।