14-09-2024, 02:50 AM
(13-09-2024, 10:29 PM)কাদের Wrote: পাঠকগণ আপনাদের হতাশা এবং ক্ষোভ যৌক্তিক। তবে আমি সময় বের করে উঠতে পারছি না নানা কারণে। লেখা বন্ধ করার কোন ইচ্ছা আমার নেই। লেখা চলছে। যতটুকু সময় বের করা যায় তার মাঝেই। গত দুই সাপ্তাহে আমি ঢাকা থেকেছি মাত্র দুই বা তিন দিন। অফিসের কাজে বাইরে থাকতে হচ্ছে। যেখানে পরিস্থির কারণে লেখা সম্ভব না। কোন একদিন হুট করে আপডেট চলে আসবে। শিওর কোন ডেট দিচ্ছি না যাতে আবার কথা খেলাপী না হতে হয়।সব ঠিক আছে বস, বাকী নেক্সট আপডেট যখন দেবেন আগে কী হয়েছিল সেটা একটু সংক্ষেপে জানিয়ে দেবেন, গল্পটার সিকোয়েন্স টা ভুলতে বসেছি, আর এতো বড়ো গল্প আবার প্রথম থেকে পড়তে অনেকে টাইম লাগবে। ভালো থাকবেন ।
আর আমি আপনাদের কমেন্ট বক্স বা ইনবক্সে ক্ষোভের কারণে রাগ করছি না কারণ তিন মাস আমার পছন্দের গল্পের আপডেট না আসলে আমিও হয়ত রাগ করতাম। তবে খালি এইটুকি বিবেচনা আশা করছি যে বাংলাদেশের জুলাই থেকে মধ্য অগাস্ট পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি আর এরপরের বন্যা পরিস্থিতি মাথায় রাখবেন। আর আমার চাকরির ন্যাচারের কারণে যে কোন প্রাকৃতিক দূর্যোগে আমার কাজের পরিমাণ বেড়ে যায় অন্তত দশগুণ নরমাল সময়ের তুলনায়। তাই অঞ্জন দত্ত্বের ভাষায় বলব- আমি আসব ফিরে, তুমি থেকো তোমার বারান্দায়।