06-09-2024, 10:38 PM
(This post was last modified: 06-09-2024, 10:46 PM by বহুরূপী. Edited 1 time in total. Edited 1 time in total.)
Amar Hiyar Majhe Lukiye Chhile
Song by Manomay Bhattacharya
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
বাহির পানে চোখ মেলেছি
বাহির পানে
আমার হৃদয় পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
তুমি ছিলে আমার কাছে
তুমি ছিলে
আমি তোমার কাছে যাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখসুখের গানে
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি
আমি তোমার গান তো গাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে