28-08-2024, 05:58 AM
(27-08-2024, 11:02 PM)Henry Wrote: ভাঙনের পরে(১৮+)
পাঠকের প্রতি হেনরির নিবেদন: 'ভাঙনের পর' অংশুমানের গল্প। অংশুমান তার পারবিবারিক জীবনের অন্ধকার থেকে বড় হওয়া এক ডাক্তার। এই গল্প দীর্ঘ হবে না। হেনরির নিজস্ব ধাঁচেই এই গল্পের সৃষ্টি। একঘেয়েমি লাগলে পরে যে কোনো পাঠক গল্প মাঝপথে ছেড়ে চলে যেতে পারেন। কাজেই যার ভালো লাগবে না, সে গল্প পড়বে না। অহেতুক বিতর্ক কিংবা লেখককে আক্রমণ করলে এই গল্প লেখকও মাঝপথে ছেড়ে চলে যাবে।
গল্পে বর্ণিত জাত, ধর্ম, বর্ণ এর উদ্দেশ্য কাউকে আক্রমণ করা কিংবা ছোট করা নয়। উদার মনোভাব নিয়ে এই উপন্যাসধর্মী যৌন গল্প উপভোগ করুন। ধন্যবাদ।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি না হলেই হলো,আর কোন কিছুতে সমস্যা দেখি না।