27-08-2024, 11:26 PM
(27-08-2024, 11:05 PM)Henry Wrote: সিস্টেম বদলে গেছে XOSSIPY এর ফলত প্রাথমিক ডিসক্লেমার দিয়েই গল্পটি শুরু করলাম। কিন্তু এপ্রুভ না হওয়ায় আটকে আছে। ফলে বড্ড সমস্যার। কখন এপ্রুভ হবে জানি না। গল্পটি সুন্দর করে শুরু করতেই ছন্দ কেটে গেল। ফলে থেমে যেতে হল। যদি নেহাতই শেষমেষ লিখতে হয়। তাহলে অমনিবাসে লিখব। নাহলে বন্ধ করতে হবে। কারণ শুরুতেই এপ্রুভের ঝামেলায় ঝুলিয়ে দেওয়া।
এইটা আমিও খেয়াল করেছি দাদা।
এই আজাইরা সিস্টেম ক্যান চালু করতে গেলো!
তবে ধারণা করছি, এপ্রুভাল সিস্টেম চালু করেছে সম্ভবত নিরাপত্তাজনিত কারণে। ইদানীং অনেকে আজাইরা থ্রেড ওপেন করতেছিল আর স্প্যামিং করতেছিল।
তবে সুখের কথা, একবার থ্রেড ওপেন হয়ে গেলে পরে আর পোস্ট করার সময় এপ্রুভ করা লাগে না। ঝামেলাটা একবারই হয়। তাই আশা করি এইটা খুব বেশি প্যারাদায়ক হবে না। তবে এপ্রুভাল সিস্টেমটা ইউজারওয়াইজ করা উচিত ছিল। যারা পরীক্ষিত ইউজার তাদের থ্রেড যেনো এপ্রুভ করার দরকার না পড়ে, এমন সিস্টেম করতে পারতো।
দেখি মডারেটরদের নজরে আনা যায় কিনা, আশা করি দ্রুতই এপ্রুভ করবেন ও এই ঝামেলার সমাধান করবেন মডারেটররা।