21-08-2024, 06:47 AM
(20-08-2024, 01:52 PM)zahira Wrote: গল্পের যৌনতা যত স্বাভাবিক তত ভাল। আমাদের স্বাভাবিক জীবনে যৌনতা, অর্থাৎ যৌনক্রিয়া ১০% ও না। অবশ্য যৌনতা মনের অগভীরে লিপ্ত থাকে নিশিদিন, অবিরাম ও অহরহ। আমাদের প্রতিটি ক্রিয়াকর্মে ভাবভঙ্গিতেই তার প্রকাশ পায়।
আমার মতে যৌনতাকেন্দ্রিক গল্পে তেমনই হওয়া উচিত। যা রয়েছে মনের গভীরে, তাকেই কথা দিয়ে প্রকাশ করুন। আর কথা দিয়ে প্রকাশ করুন রতিক্রিয়া। ১০ মিনিটের রতিক্রিয়ার বর্ণনা ১০ পাতা দিয়েও খুঁটিনাটি দেওয়া যায়।
কিন্তু স্বাভাবিক ,মানুষকে তার দৈনদিন কর্ম্মময় জগতকে উপেক্ষা না করে উপস্থাপন করায় চরিত্রের মধ্যে জীবন আসে বেশি।
তার জন্যে আপনাকে পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করতে হবে না। এটা থেকেই শুরু করা যায় ও সেটাই বোধকরি ভাল।
আপনার পরামর্শ নিয়ে আমি অবশ্যই ভেবে দেখবো, তবে কোন রকম আশা দিচ্ছি না।