13-07-2024, 06:44 PM
কাদের ভাই, আপনি যদি ইউএসে তে থাকতেন, আজকে আপনি সিডনি শেলডন লেভেল এর রাইটার হয়ে যাইতেন। এইরকম দৈনন্দিন জীবনের চারপাশ থেকে নেয়া চরম রোমাঞ্চকর উপন্যাস, সাথে হিউম্যান সাইকোলজির গভীর থেকে তুলে আনা, প্লটের সাথে অতিমাত্রায় রিলেটিবোল সেক্স সিন, একেবারে ডেডলি কম্বিনেশন। আর প্রতিটা বিষয়ে আপনার যেই ডিটেইলস, এক কথায় অসাধারণ। একমাত্র ড্যান ব্রাউন পড়ার সময়ই এমন লাগছে। সেক্স সিন এর চেয়ে গল্পের প্লট টাই বোধহয় বেশি টানে। একমাত্র "পলিটিক্যালি ভালো সম্পর্কের সুবাদে সবকিছু ম্যানেজ হয়ে যাওয়ার বিষয়টা বাদে" এই গল্পে একটুও ফাঁক ফোকর নেই, যদিও এত বেশি চাওয়াটা এইখানে সমীচীন না। তবুও, আপনার লেখার মেরিট এর প্রতি ভরসা রেখেই বলা, অতটুকু জিনিস ঠিক করতে পারলে এটা একটা দুর্দান্ত পরিপূর্ণ নভেল।