10-07-2024, 02:28 PM
(This post was last modified: 10-07-2024, 02:31 PM by মিসির আলি. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-07-2024, 09:14 AM)Primorm Wrote: এই পোষ্ট থেকে আপাতত বিদায় নিলাম। ২০২৫ সালের জানুয়ারীতে আসবো তাহলে হয়তো ৩-৪টা আপডেট একসাথে পড়তে পারবো।
লেখকদের অবস্থা কিছুতেই পাঠকরা বুঝতে চায় না। এই ফোরামে লেখাটা লেখকদের অবসর সময়ের কাজ। এটা তাদের পেশা না। হয়তো কেউ ছাত্র, বা ব্যাবসায়ী অথবা চাকরিজীবী। তাদেরও পরিবার আছে, আত্বীয় স্বজন আছে। সব কিছুর পরে যতটুকু সময় বের করা যায় ততটুকু সময়ই লেখেন। এখন কারো যদি মনে হয় সে গল্প পড়বে না পরে একসাথে পরবে সেটা একান্ত পাঠকের ব্যাক্তিগত বিষয়। বিশেষ করে কাদের ভাই যত বড় আপডেট দেয় এতটুকু অংশ একবার টাইপ করে দেখতে পারেন কত সময় লাগে। তাহলে কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন। পাঠকরা আপডেট চেয়ে রিকুয়েষ্ট করলে সেটা লেখকদের জন্য গর্ব এবং অনুপ্রেরণার বিষয়। কিন্তু সেটা যখন ব্যাঙ্গাত্মক বা আক্রমাত্বক হয় সেটা কোনোভাবেই শোভনীয় পর্যায়ে কিছু হয় না।