16-06-2024, 06:19 PM
(This post was last modified: 16-06-2024, 06:52 PM by বহুরূপী. Edited 2 times in total. Edited 2 times in total.)
(16-06-2024, 04:43 PM)zahirajahan Wrote: সাধুভাষায় লেখার ভাল প্রচেষ্টা। তবে আপনার হাত অত্যন্ত কাঁচা বলা চলে। ফলতঃ লেখার অর্থ অস্পষ্ট।
এটা অনেকটা অপটু স্থূল ব্যক্তির উঁচু গাছে চড়ার মত। গাছে চড়া তো হইয়া উঠে না। বরং বেচারি অসহায় ব্যক্তিটি ঘামিয়া নাহিয়া শ্বাসলুপ্ত হইবার উপক্রম হয়। ইহাতে কচিকাঁচা ছেলেছোকরার দল চতুর্দিকে ভিড় করিয়া মজা দেখে।
আপনার এই লাইনটা আমিও অনেক বার বিভিন্নভাবে বলেছি।তবে কবি বলে গেছেন ;
“ 'পারিব না' একথাটি বলিও না আর,
কেন পারিবে না তাহা ভাব একবার;
পাঁচজনে পারে যাহা,
তুমিও পারিবে তাহা,
পার কি না পার কর যতন আবার
একবার না পারিলে দেখ শতবার। ”
আর অবশেষে বলি,আমি বাঁদর নাচ দেখাতে নেমেছি,সুতরাং কচিকাঁচারা ভিড় করবেই।
ধন্যবাদ❤️
(16-06-2024, 03:03 PM)prataphali Wrote: ভাল। চালিয়ে যাও ভাই। সাথে আছি।
ধন্যবাদ❤️