05-06-2024, 03:04 PM
(05-06-2024, 02:43 PM)fatima Wrote: বড় মনোরম বর্ণনা। কিছু কিছু খটকা লেগেছে বটে। যেমন প্রথম চুম্বনেই জিভ এসে গেল। সংক্রমণ কোথা থেকে কোথায় ঘটল? সংক্রমণ অর্থ তো ছড়িয়ে যাওয়া, না? সজোরে কামড়াল, অথচ সঞ্জয়ের ব্যথা লাগল না? কামড়ে ধর্ষকের জিভ বা লিঙ্গ কর্তিত হবার খবর প্রায়শঃই দেখা যায়। নয়নতারা কি মৃদু আদরের কামড় বসিয়েছিল?
মনোরম বর্ণনার মধ্যে অনেক কমতি রয়ে গেছে তাই খটকা লাগাটাই স্বাভাবিক। সংক্রমণ অর্থ ছড়িয়ে যাওয়া ঠিকই ধরেছেন, আর আমি এটাই বোঝাতে চেয়েছি।কামড়ানো টা সঞ্জয় শুরু করেছিল তার পর নয়নতারা।
মানুষের মস্তিষ্ক একটু অদ্ভুত,মাঝে মাঝে এমন হয় যে আঘাতের জায়গাটা চোখে দেখার পরেই ব্যথা অনুভব হয়।আর নয়নতারার বিষয়টি নিয়ে এখন কথা না বলাই ভালো,সময় মতো যেনে জাবেন।
ধন্যবাদ❤️