02-06-2024, 01:41 PM
(This post was last modified: 02-06-2024, 01:41 PM by বহুরূপী. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-06-2024, 01:28 PM)raikamol Wrote: সুধী লেখক, বেশ লিখিতেছেন। পুরাতন শৈলীতে লেখা রচনাটি অতীব পাঠ্যসুখকর, যা এইস্থানে কেন, গোটা বঙ্গদেশেই বিরল। বানান ভুল নাই বলিলেই চলে। তবে মাঝেমাঝে কিছু উটকো শব্দ চক্ষের পীড়ার কারণ হইতেছে। ও কিছু বানান ভুলও সুচারু রূপে মার্জিত মেঝেতে লোষ্ট্রখন্ডের মত বেমানান। অভিনাথ কাহারও নাম হইতে পারে এই প্রথম জানিলাম। অভি উপসর্গের অর্থ হইল দিকে। অভিযোগ, অভিনয়, অভিযান। নাথের দিকে কে বা কাহারা যাইবে বোধগম্য হইল না। যাহা হউক - নামে কি আসে যায়! সমুখ - উ কারই যথাযথ হইবে। স অর্থাৎ সহ। মুখ - গন্ডদেশ।
নামটা কোথায় একটা পড়েছিলাম মনে নেই। তাছাড়া এই চরিত্র এমনিতেও বেশি দিন থাকবে না,তাই নামটি নিয়ে বেশি একটা ভেবে দেখিনি।
কিছু শব্দ আসলেই গন্ডগোল হয়েছে।তবে যেহেতু গল্পটা পরীক্ষামূলক তাই আশা করি কিছু ভুল ক্ষমা করে দেওয়াই ভালো ।