30-05-2024, 10:47 PM
(29-05-2024, 10:46 PM)কাদের Wrote: এই আপডেট টা আর এক সাপ্তাহ আগে দেওয়ার ইচ্ছা থাকলেও নানা অপ্রত্যাশিত ঘটনায় সেটা সম্ভব হয় নি। আজকে ঢাকা ফেরত এসেই তাই আপডেট টা দ্রুত দিলাম। ভিতরে কিছু বানান ভুল থাকার সম্ভাবনা আছে। পরে সময় করে পড়ে ঠিক করে দিব। আর পড়ুন এই আপডেট। আশা করি ভাল লাগবে। আর লাইক রেপু দিন হাত খুলে। সেই সাথে পড়ে কেমন লাগল সেটা জানান মন্তব্যে।
আমার কাছে এই গল্পের সেরা চরিত্র মাহফুজ আর নুসাইবা। আমার কাছে এরাই নয়ক ও নায়িকা। এতটাই জমেছে এদের ক্যামিস্ট্রি। ভবিষ্যতে নুসাইবা না থাকলে হয়তো এত মজা করে এই গল্প পড়া হবে না। নুসাইবা বেস্ট