29-05-2024, 10:39 PM
(This post was last modified: 29-05-2024, 10:55 PM by কাদের. Edited 1 time in total. Edited 1 time in total.)
মাহফুজ বলে তুমি কি চাও এইবার বল আগে। নুসাইবা জোরে জোরে দুই বার শ্বাস ফেলে, নিজেকে বলে ফোকাস থাকতে হবে। তারপর বলে আমাদের মাঝে যা হয়েছে তার সব কিছু বন্ধ করতে হবে। ঢাকায় গেলে এমন করে সব শুরু করতে হবে যাতে আমাদের মাঝে হওয়া সব নতুন করে সম্পর্কগুলোর মাঝে না আসতে পারে। তোমার সিনথিয়ার অথবা আমার আরশাদের। আর আমি তোমাকে আগে কথা দিয়েছি তোমার আর সিনথিয়ার ব্যাপারে আমি হেল্প করব। আমি সেই কথা রাখব তবে তোমাকে কথা দিতে হবে তুমি আমার সাথে আর কিছু করবে না। মাহফুজ কয়েক সেকেন্ড ভাবে। এরপর বলে থাংকিউ সিনথিয়ার ব্যাপারে হেল্প করতে চাওয়ার জন্য। আর আমি কখনোই তোমাকে জোর করে কিছু করি নি ভবিষ্যতেও করব না। নুসাইবা মাহফুজের কথায় ভরসা পায় না আসলে নিজের উপর ভরসা পায় না। মাহফুজ এর মাঝে আবার বলে, নিজেকে বুঝাটা জরুরী নুসাইবা। ঢাকা গিয়ে কি তুমি আরশাদের কাছে ফিরে যাবে। নুসাইবা এই প্রশ্নটা অনেকবার ভেবেছে এই কয়দিনে তবে নিজেও এর উত্তর ঠিক করতে পারে নি। তাই বলে এখনো জানি না। হয়ত যাব। মাহফুজ বলে কিন্তু কেন? তোমাকে এতদিন ধরে ঠকালো, বিপদের মুখে ঠেলে দিল তার পরেও? এই প্রশ্ন গুলো নিজের ভিতরেও এসেছে তাই নিজেকে বুঝানো কথা গুলো আবার মাহফুজ কে বলতে থাকে। আরশাদের মনে কি আছে আমি জানতে চাই। একটা মানুষ কিভাবে এত প্রতারণা করে আবার ভাল স্বামী হতে পারে। কখনো আমার যেন কোন কষ্ট না হয় সেটা সব সময় খেয়াল রেখেছে। পত্রিকায় ঐ রিপোর্ট না এলে আমি কোন দিন সন্দেহ করতাম না ওকে। আমাদের বাচ্চা না হবার পর যেভাবে আমাকে সমাজ বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবার কটুকথা থেকে বাচিয়েছে সেগুলো কিভাবে সম্ভব। তাই ওর মুখোমুখি হওয়া দরকার আমার। ওর উত্তর গুলো জানা দরকার। মাহফুজ বলে এমন কি হতে পারে না যে, এইসব প্রতারণা করছে বলেই গিল্ট ফিলিংস থেকে এত ভাল ব্যবহার এত ভালবাসা। মাহফুজের কথাটা বুকের মাঝে গুলির মত লাগে। অস্বীকার করতে পারে না এই সম্ভাবনা।
নুসাইবা বলে তারপরেও আমি জানতে চাই। দেখতে চাই ওর চোখে মুখে কোন অপরাধবোধ জেগে উঠে কিনা, আগের ভালবাসা গুলো কি অভিনয় ছিল নাকি আসল ভালবাসা। মাহফুজ মনে মনে ভাবে নারীর মন বোঝা আসলেই দায়। তাই প্রশ্ন করে তোমার মত স্ট্রং পার্সনালিটির কেউ এইভাবে সব মেনে নিবে এটা আমি আসলে ভাবতে পারছি না। আমাকে যাই ভাব না কেন আসলে আমি তোমার ভাল চাই তাই মানতে পারছি না তুমি সব প্রতারণা মেনে নিবে। নুসাইবা যেন নিজেকে নিজেই বলছে সেইভাবে বলতে থাকে, ভালবাসা বড় অদ্ভুত জিনিস মাহফুজ। তুমি নিশ্চয় জান। ভালবাসা যেমন সব শক্তিশালী বাধা কে অতিক্রম করার সাহস দেয় যেমন তোমাকে দিয়েছে। ঠিক তেমন ভালবাসা শক্তিশালী মানুষকেও নরম কোমল বানিয়ে ফেলতে পারে, যেমন আমাকে। এতদিনের ভালবাসা কি এক নিমিষে উড়িয়ে দেওয়া যায়। চাইলেই কি অস্বীকার করা যায় অতীত। মাহফুজ নুসাইবার গলায় তীব্র আবেগ টের পায়। নুসাইবা বলে তুমি তো বলেছ ঢাকা ছাড়ার আগে আরশাদ তোমাকে ফোন দিয়ে বলেছে আমার খেয়াল রাখতে। যতি খালি স্বার্থপর হত তাহলে তো কিছু বলত না। ম্যানেজার কে বলেছিল যে কোন মূল্যে আমার নিরাপত্তা নিশ্চিত করতে। আমাকে নিয়ে অভিনয় করলে তো তা হত না। মাহফুজ বুঝে নিজে কে নিজে বুঝ দিচ্ছে নুসাইবা। নুসাইবা বলে আর বলেছিলে না মেনে নিব কিনা? সবচেয়ে বড় পাপীও প্রায়শ্চিত্ত করলে ক্ষমার নিশ্চয়তা পায় সব ধর্মে। তাই সত্যি সত্যি যদি অনুতপ্ত হয় তাহলে ভালবাসার ধর্ম মেনে আমি হয়ত এক বার ক্ষমা করব। মাহফুজ বলে ওকে, কেউ আগুনে যদি ঝাপ দিতে চায় আমি তো আর সেটা রুখতে পারব না। মাহফুজের গলায় খোচা টের পায় নুসাইবা। নুসাইবা বলে আমাকে আমার টা বুঝতে দাও। তবে তার আগে আমাকে স্পষ্ট করে কথা দাও। মাহফুজ বলে কি। নুসাইবা বলে, কথা দাও ঢাকা যাবার পর আর আমার দিকে হাত বাড়াবে না। মাহফুজ বলে আমি কথা দিতে পারি তবে একটা শর্তে। নুসাইবার বুক এক শংকায় কেপে উঠে। বলে কি শর্ত। মাহফুজ নুসাইবার চোখের দিকে তাকিয়ে বলে আমি ঢাকা যাবার পর আর তোমার দিকে হাত বাড়াব না যদি না তুমি নিজে থেকে চাও। নুসাইবা বলে আমি সেটা চাইব না। মাহফুজ বলে ওকে। নুসাইবা ভাবে এটাই বুঝি মাহফুজের শর্ত তাই খানিকটা হাফ ছাড়ে। মাহফুজ বলে আমার শর্ত টা কিন্তু এখনো বল নি। নুসাইবা চোখ বড় বড় করে তাকায়। শ্বাস বন্ধ করে মাহফুজের শর্ত শোনার অপেক্ষা করে। মাহফুজ বলে আমি কালকে ঢাকা যাবার পর থেকে আর তোমার দিকে হাত বাড়াব না যদি না তুমি চাও। তবে, আজকে রাত এই শর্তের বাইরে। আজ রাতে তুমি আমার কাছে উজাড় করে দিতে হবে সব বাধা ছাড়া। এতদিন যতবার আমি তোমার দিকে হাত বাড়িয়েছি তুমি বাধা দিয়েছ যদিও তোমার শরীর সে বাধা শুনে নি। তবে আজকে আমি তোমার শরীরের সাথে তোমার মনের সম্মতিও চাইছি। একমাত্র তাহলেই আমি এই তোমার সব কথা মেনে নিব। নুসাইবা টের পায় ওর বুক ধক ধক করছে।
নুসাইবা চুপ করে বসে থাকে। মাহফুজ সহজে মানবে এটা ভেবেই এসেছিল কিন্তু এমন একটা শর্ত দিবে ভাবতে পারে নি। মাহফুজ যতবার ওর দিকে হাত বাড়িয়েছে ততবার ওর একটা অযুহাত ছিল অন্তত নিজের জন্য যে আরশাদের মত নিজের ইচ্ছায় বিয়ের শর্ত ভাংগে নি ও। বরং মাহফুজের চতুরতা আর সেক্সুয়াল এডভান্সের কাছে পরাজিত হয়েছে ও। আজকে এই কথা মেনে নিলে আরশাদ আর ওর পার্থক্য থাকে কোথায়। নিজে কে কিভাবে আরশাদের কাজ থেকে ভাল কিছু ভাববে। তবে এটাও জানে মাহফুজ একবার কথা দিলে কথা রাখবে। আর মাহফুজ যদি ওর দিকে হাত বাড়ায় ঢাকায় তাহলে নিজে কতটা নিজেকে সামলে রাখতে পারবে সেটা শিওর না ও। তাই মনে মনে হিসাব নিকেষ করতে বসে নুসাইবা। মাহফুজ নুসাইবার মুখে কনফিউশন দেখে। তাই বলে ভেবে দেখ তুমি যা চাও তাই পাবে তবে তার বদলে আমি যা চাই তা দিতে হবে। নুসাইবা বলে তাই বলে এটা তুমি চাইতে পার না? মাহফুজ বলে কেন না। নুসাইবা বলে দিস ইজ রঙ ইন সো মেনি লেভেল। মাহফুজ বলে আমরা এই লাইন গত কয়েকমাসে অনেকবার অতিক্রম করেছি, আজকে এর থেকে বেশি কিছু চাইছি না। খালি অতিরিক্ত চাইছি যেন আজ তুমি আমার সাথে স্বেচ্ছায় সব কর। নুসাইবা বলে, তাহলে আরশাদ আর আমার মাঝে পার্থক্য থাকল কই? ও যেমন পরনারীর সাথে ঘুরছে যা ইচ্ছা তাই করছে আমিও তো তাহলে ওর লেভেলে নেমে গেলাম। মাহফুজ হাসে। বাংগালী নারী। যত স্ট্রং হোক না কেন যত লিবারেল সাজুক না কেন। মনের ভিতর কোথাও না কোথাও এমন কিছ ধারণা নিয়ে বসে থাকবে যেটা অবাক করে দিবে। মাহফুজ হেসে বলে সিরিয়াসলি? তোমার মনে এই ব্যাপারটা এসেছে আর এটা নিয়ে তোমার মনে খচখচানি? নুসাইবা হ্যা সূচক মাথা নাড়ে। মাহফুজ বলে ভেবে দেখ তোমাদের বিয়েতে প্রথম প্রতারণা করেছে কে? নুসাইবা বলে আরশাদ। মাহফুজ বলে এই প্রতারণার পর তোমাদের বিয়ে তো আসলে একটা তাসের ঘর হয়ে গেছে। তুমি যখন আরশাদ সাহেবের সুনাম করে বেড়াচ্ছ, বুক ভরা ভালবাসা নিয়ে অপেক্ষা করছ। এই লোক তখন ফ্লোরা হাসানের মত মহিলার কোলে চড়ে বসে আছে। ফ্লোরা হাসানের নাম মাথায় আসতেই নুসাইবার চোখমুখ শক্ত হয়ে যায়। মাহফুজ চোখ এড়ায় না বিষয় টা তাই আর শক্ত করে ধরে ঐ জায়গায়। বলে দেখ যখন তুমি তোমার স্বামীর বন্দনায় ব্যস্ত আরশাদ সাহেব তখন ফ্লোরা হাসানের সাথে ব্যস্ত। তোমাকে যখন হয়ত বলছে অফিসে দেরি হবে তখন ফ্লোরা হাসানের ফ্ল্যাটে কামলীলায় ব্যস্ত। ফ্লোরা হাসান ছাড়া আর কত মহিলার কাছে গিয়েছে গত বিশ বছরে কে জানে। আর বলে একবারের জন্য হলেও তোমার প্রতিশোধ নেওয়া উচিত। যেখানে তোমার মন শরীর এক হয়ে কাজ করবে। প্রতিবার ভিন্ন নারীর কাছে গিয়ে তোমাকে যে অপমান করেছে আরশাদ একবার হলেও সেই অপমান তোমার ফিরিয়ে দেওয়া উচিত। মাহফুজের কথা গুলো পুরাতন ক্ষত কে নতুন করে উন্মুক্ত করে দেয়। মাহফুজ বুঝে ওর কথায় কাজ হয়েছে। তাই বলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি পাচ মিনিট। তুমি ভাব। ভেবে যাই উত্তর দিবে আমি মেনে নিব। তবে মাথায় রেখ আমি কথা দিলে কথা রাখি।
মাহফুজ বেরিয়ে যেতেই চিন্তার সাগরে পড়ে যায় নুসাইবা। আরশাদের সব কিছু জানার পর থেকে ও নিজের সাথে ভিক্টিমের মত আচরণ করছে। সব সময় সব জায়গায় লিড নিয়ে অভ্যস্ত ও। এই একটা জায়গায় এসে কেন ও ভিক্টিমের মত আচরণ করবে। নিজে কে নিজে এটা বুঝিয়েছে। তবে প্রতিবার কেন যেন পেরে উঠে নি। আজকে মাহফুজের কথা যেন ওকে মনে করিয়ে দিল আজকে লিড নেবার সময়। ঢাকায় ফেরত যাবার আগে ওর আত্মবিশ্বাস আসা দরকার। যেন ওর মনে হয় আরশাদ ওকে আঘাত করলে সেই আঘাত শতগুণে ফিরিয়ে দিতে পারবে। ভালবাসার মানুষের আঘাত বড় কষ্টদায়ক। এই কয়টা মাস সেটা হাড়ে হাড়ে বুঝেছে। মাহফুজ বাইরে বের হয়ে দুই এক মিনিট অন্ধকারে হাটাহাটি করল। আকাশে অর্ধেক উঠা চাদের আলোয় উঠান হালকা আলকিত। শহর থেকে দূরে আকাশ পরিষ্কার থাকলে চাদের আলোয় অনেক কিছু দেখা যায়। হাটতে হাটতে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়। হেটে গিয়ে জোহরার দরজায় নক করে। জোহরা বলে কে? মাহফুজ বলে আমি। জোহরা দরজা খুলে অবাক হয়ে তাকায়। চোখেমুখে ঘুমের আভাস। জিজ্ঞেস করে কিছু হইছে ভাইজান। কোন সমস্যা। মাহফুজ বলে না, না সমস্যা না। আসলে আমি নারিকেল তেল চাইতে আসছিলাম। আছে? জোহরা বলে আছে কিন্তু ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করে কেন ভাইজান। মাহফুজ বলে আসলে নুসাইবার মাথায় তেল লাগিয়ে দিব। যাবার আগের দিন একটু বউয়ের সেবা করব আরকি। জোহরার হঠাত করে কলতলার সেই দৃশ্য মনে পড়ে গেল। আমিনের আনা বিদেশী সিডিতে কি দেখছিল তাও মনে পড়ে গেল। জোহরা নারিকেল তেলের বোতলটা খুজে এনে মাহফুজের হাতে দিতে দিতে বলল ভাইজান ভাল করে তেল লাগায়ে নিয়েন তাইলে আপার কষ্ট হইব না। মাহফুজ জিজ্ঞেস করে মানে? জোহরা বলে মানে ভাইজান চুলে ভাল করে তেল লাগায়ে দিয়েন তাইলে মাথায় আরাম পাবে। আর দক্ষিণ দিকের জানালাটা খোলা রাইখেন, দেখবেন কেমন সুন্দর হাওয়া আহে। তেল বেশি লাগাইলে কষ্ট হয় তখন হাওয়া আইলে দেখবেন দুইজনের কেমন আরাম লাগে। মাহফুজ হেসে উঠে, হাসে জোহরাও। মাহফুজ মনে মনে ভাবে জোহরা কে দেখে যত সাধাসিধে মনে হয় তার থেকে অনেক বেশি বুদ্ধি ধরে এই মহিলা। তাই ডাবল মিনিং কথা বজায় রেখে বলে আচ্ছা জানালা খোলা রাখব নে, হাওয়া বাতাস দরকার এই সময়।
নুসাইবা বলে তারপরেও আমি জানতে চাই। দেখতে চাই ওর চোখে মুখে কোন অপরাধবোধ জেগে উঠে কিনা, আগের ভালবাসা গুলো কি অভিনয় ছিল নাকি আসল ভালবাসা। মাহফুজ মনে মনে ভাবে নারীর মন বোঝা আসলেই দায়। তাই প্রশ্ন করে তোমার মত স্ট্রং পার্সনালিটির কেউ এইভাবে সব মেনে নিবে এটা আমি আসলে ভাবতে পারছি না। আমাকে যাই ভাব না কেন আসলে আমি তোমার ভাল চাই তাই মানতে পারছি না তুমি সব প্রতারণা মেনে নিবে। নুসাইবা যেন নিজেকে নিজেই বলছে সেইভাবে বলতে থাকে, ভালবাসা বড় অদ্ভুত জিনিস মাহফুজ। তুমি নিশ্চয় জান। ভালবাসা যেমন সব শক্তিশালী বাধা কে অতিক্রম করার সাহস দেয় যেমন তোমাকে দিয়েছে। ঠিক তেমন ভালবাসা শক্তিশালী মানুষকেও নরম কোমল বানিয়ে ফেলতে পারে, যেমন আমাকে। এতদিনের ভালবাসা কি এক নিমিষে উড়িয়ে দেওয়া যায়। চাইলেই কি অস্বীকার করা যায় অতীত। মাহফুজ নুসাইবার গলায় তীব্র আবেগ টের পায়। নুসাইবা বলে তুমি তো বলেছ ঢাকা ছাড়ার আগে আরশাদ তোমাকে ফোন দিয়ে বলেছে আমার খেয়াল রাখতে। যতি খালি স্বার্থপর হত তাহলে তো কিছু বলত না। ম্যানেজার কে বলেছিল যে কোন মূল্যে আমার নিরাপত্তা নিশ্চিত করতে। আমাকে নিয়ে অভিনয় করলে তো তা হত না। মাহফুজ বুঝে নিজে কে নিজে বুঝ দিচ্ছে নুসাইবা। নুসাইবা বলে আর বলেছিলে না মেনে নিব কিনা? সবচেয়ে বড় পাপীও প্রায়শ্চিত্ত করলে ক্ষমার নিশ্চয়তা পায় সব ধর্মে। তাই সত্যি সত্যি যদি অনুতপ্ত হয় তাহলে ভালবাসার ধর্ম মেনে আমি হয়ত এক বার ক্ষমা করব। মাহফুজ বলে ওকে, কেউ আগুনে যদি ঝাপ দিতে চায় আমি তো আর সেটা রুখতে পারব না। মাহফুজের গলায় খোচা টের পায় নুসাইবা। নুসাইবা বলে আমাকে আমার টা বুঝতে দাও। তবে তার আগে আমাকে স্পষ্ট করে কথা দাও। মাহফুজ বলে কি। নুসাইবা বলে, কথা দাও ঢাকা যাবার পর আর আমার দিকে হাত বাড়াবে না। মাহফুজ বলে আমি কথা দিতে পারি তবে একটা শর্তে। নুসাইবার বুক এক শংকায় কেপে উঠে। বলে কি শর্ত। মাহফুজ নুসাইবার চোখের দিকে তাকিয়ে বলে আমি ঢাকা যাবার পর আর তোমার দিকে হাত বাড়াব না যদি না তুমি নিজে থেকে চাও। নুসাইবা বলে আমি সেটা চাইব না। মাহফুজ বলে ওকে। নুসাইবা ভাবে এটাই বুঝি মাহফুজের শর্ত তাই খানিকটা হাফ ছাড়ে। মাহফুজ বলে আমার শর্ত টা কিন্তু এখনো বল নি। নুসাইবা চোখ বড় বড় করে তাকায়। শ্বাস বন্ধ করে মাহফুজের শর্ত শোনার অপেক্ষা করে। মাহফুজ বলে আমি কালকে ঢাকা যাবার পর থেকে আর তোমার দিকে হাত বাড়াব না যদি না তুমি চাও। তবে, আজকে রাত এই শর্তের বাইরে। আজ রাতে তুমি আমার কাছে উজাড় করে দিতে হবে সব বাধা ছাড়া। এতদিন যতবার আমি তোমার দিকে হাত বাড়িয়েছি তুমি বাধা দিয়েছ যদিও তোমার শরীর সে বাধা শুনে নি। তবে আজকে আমি তোমার শরীরের সাথে তোমার মনের সম্মতিও চাইছি। একমাত্র তাহলেই আমি এই তোমার সব কথা মেনে নিব। নুসাইবা টের পায় ওর বুক ধক ধক করছে।
নুসাইবা চুপ করে বসে থাকে। মাহফুজ সহজে মানবে এটা ভেবেই এসেছিল কিন্তু এমন একটা শর্ত দিবে ভাবতে পারে নি। মাহফুজ যতবার ওর দিকে হাত বাড়িয়েছে ততবার ওর একটা অযুহাত ছিল অন্তত নিজের জন্য যে আরশাদের মত নিজের ইচ্ছায় বিয়ের শর্ত ভাংগে নি ও। বরং মাহফুজের চতুরতা আর সেক্সুয়াল এডভান্সের কাছে পরাজিত হয়েছে ও। আজকে এই কথা মেনে নিলে আরশাদ আর ওর পার্থক্য থাকে কোথায়। নিজে কে কিভাবে আরশাদের কাজ থেকে ভাল কিছু ভাববে। তবে এটাও জানে মাহফুজ একবার কথা দিলে কথা রাখবে। আর মাহফুজ যদি ওর দিকে হাত বাড়ায় ঢাকায় তাহলে নিজে কতটা নিজেকে সামলে রাখতে পারবে সেটা শিওর না ও। তাই মনে মনে হিসাব নিকেষ করতে বসে নুসাইবা। মাহফুজ নুসাইবার মুখে কনফিউশন দেখে। তাই বলে ভেবে দেখ তুমি যা চাও তাই পাবে তবে তার বদলে আমি যা চাই তা দিতে হবে। নুসাইবা বলে তাই বলে এটা তুমি চাইতে পার না? মাহফুজ বলে কেন না। নুসাইবা বলে দিস ইজ রঙ ইন সো মেনি লেভেল। মাহফুজ বলে আমরা এই লাইন গত কয়েকমাসে অনেকবার অতিক্রম করেছি, আজকে এর থেকে বেশি কিছু চাইছি না। খালি অতিরিক্ত চাইছি যেন আজ তুমি আমার সাথে স্বেচ্ছায় সব কর। নুসাইবা বলে, তাহলে আরশাদ আর আমার মাঝে পার্থক্য থাকল কই? ও যেমন পরনারীর সাথে ঘুরছে যা ইচ্ছা তাই করছে আমিও তো তাহলে ওর লেভেলে নেমে গেলাম। মাহফুজ হাসে। বাংগালী নারী। যত স্ট্রং হোক না কেন যত লিবারেল সাজুক না কেন। মনের ভিতর কোথাও না কোথাও এমন কিছ ধারণা নিয়ে বসে থাকবে যেটা অবাক করে দিবে। মাহফুজ হেসে বলে সিরিয়াসলি? তোমার মনে এই ব্যাপারটা এসেছে আর এটা নিয়ে তোমার মনে খচখচানি? নুসাইবা হ্যা সূচক মাথা নাড়ে। মাহফুজ বলে ভেবে দেখ তোমাদের বিয়েতে প্রথম প্রতারণা করেছে কে? নুসাইবা বলে আরশাদ। মাহফুজ বলে এই প্রতারণার পর তোমাদের বিয়ে তো আসলে একটা তাসের ঘর হয়ে গেছে। তুমি যখন আরশাদ সাহেবের সুনাম করে বেড়াচ্ছ, বুক ভরা ভালবাসা নিয়ে অপেক্ষা করছ। এই লোক তখন ফ্লোরা হাসানের মত মহিলার কোলে চড়ে বসে আছে। ফ্লোরা হাসানের নাম মাথায় আসতেই নুসাইবার চোখমুখ শক্ত হয়ে যায়। মাহফুজ চোখ এড়ায় না বিষয় টা তাই আর শক্ত করে ধরে ঐ জায়গায়। বলে দেখ যখন তুমি তোমার স্বামীর বন্দনায় ব্যস্ত আরশাদ সাহেব তখন ফ্লোরা হাসানের সাথে ব্যস্ত। তোমাকে যখন হয়ত বলছে অফিসে দেরি হবে তখন ফ্লোরা হাসানের ফ্ল্যাটে কামলীলায় ব্যস্ত। ফ্লোরা হাসান ছাড়া আর কত মহিলার কাছে গিয়েছে গত বিশ বছরে কে জানে। আর বলে একবারের জন্য হলেও তোমার প্রতিশোধ নেওয়া উচিত। যেখানে তোমার মন শরীর এক হয়ে কাজ করবে। প্রতিবার ভিন্ন নারীর কাছে গিয়ে তোমাকে যে অপমান করেছে আরশাদ একবার হলেও সেই অপমান তোমার ফিরিয়ে দেওয়া উচিত। মাহফুজের কথা গুলো পুরাতন ক্ষত কে নতুন করে উন্মুক্ত করে দেয়। মাহফুজ বুঝে ওর কথায় কাজ হয়েছে। তাই বলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি পাচ মিনিট। তুমি ভাব। ভেবে যাই উত্তর দিবে আমি মেনে নিব। তবে মাথায় রেখ আমি কথা দিলে কথা রাখি।
মাহফুজ বেরিয়ে যেতেই চিন্তার সাগরে পড়ে যায় নুসাইবা। আরশাদের সব কিছু জানার পর থেকে ও নিজের সাথে ভিক্টিমের মত আচরণ করছে। সব সময় সব জায়গায় লিড নিয়ে অভ্যস্ত ও। এই একটা জায়গায় এসে কেন ও ভিক্টিমের মত আচরণ করবে। নিজে কে নিজে এটা বুঝিয়েছে। তবে প্রতিবার কেন যেন পেরে উঠে নি। আজকে মাহফুজের কথা যেন ওকে মনে করিয়ে দিল আজকে লিড নেবার সময়। ঢাকায় ফেরত যাবার আগে ওর আত্মবিশ্বাস আসা দরকার। যেন ওর মনে হয় আরশাদ ওকে আঘাত করলে সেই আঘাত শতগুণে ফিরিয়ে দিতে পারবে। ভালবাসার মানুষের আঘাত বড় কষ্টদায়ক। এই কয়টা মাস সেটা হাড়ে হাড়ে বুঝেছে। মাহফুজ বাইরে বের হয়ে দুই এক মিনিট অন্ধকারে হাটাহাটি করল। আকাশে অর্ধেক উঠা চাদের আলোয় উঠান হালকা আলকিত। শহর থেকে দূরে আকাশ পরিষ্কার থাকলে চাদের আলোয় অনেক কিছু দেখা যায়। হাটতে হাটতে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়। হেটে গিয়ে জোহরার দরজায় নক করে। জোহরা বলে কে? মাহফুজ বলে আমি। জোহরা দরজা খুলে অবাক হয়ে তাকায়। চোখেমুখে ঘুমের আভাস। জিজ্ঞেস করে কিছু হইছে ভাইজান। কোন সমস্যা। মাহফুজ বলে না, না সমস্যা না। আসলে আমি নারিকেল তেল চাইতে আসছিলাম। আছে? জোহরা বলে আছে কিন্তু ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করে কেন ভাইজান। মাহফুজ বলে আসলে নুসাইবার মাথায় তেল লাগিয়ে দিব। যাবার আগের দিন একটু বউয়ের সেবা করব আরকি। জোহরার হঠাত করে কলতলার সেই দৃশ্য মনে পড়ে গেল। আমিনের আনা বিদেশী সিডিতে কি দেখছিল তাও মনে পড়ে গেল। জোহরা নারিকেল তেলের বোতলটা খুজে এনে মাহফুজের হাতে দিতে দিতে বলল ভাইজান ভাল করে তেল লাগায়ে নিয়েন তাইলে আপার কষ্ট হইব না। মাহফুজ জিজ্ঞেস করে মানে? জোহরা বলে মানে ভাইজান চুলে ভাল করে তেল লাগায়ে দিয়েন তাইলে মাথায় আরাম পাবে। আর দক্ষিণ দিকের জানালাটা খোলা রাইখেন, দেখবেন কেমন সুন্দর হাওয়া আহে। তেল বেশি লাগাইলে কষ্ট হয় তখন হাওয়া আইলে দেখবেন দুইজনের কেমন আরাম লাগে। মাহফুজ হেসে উঠে, হাসে জোহরাও। মাহফুজ মনে মনে ভাবে জোহরা কে দেখে যত সাধাসিধে মনে হয় তার থেকে অনেক বেশি বুদ্ধি ধরে এই মহিলা। তাই ডাবল মিনিং কথা বজায় রেখে বলে আচ্ছা জানালা খোলা রাখব নে, হাওয়া বাতাস দরকার এই সময়।