Thread Rating:
  • 200 Vote(s) - 3.34 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica অঘটনঘটন পটিয়সী (নতুন আপডেট ৩২ )


সানরাইজ গ্রুপের মালিক আনোয়ার খান ম্যানেজারের সাথে মিটিং এ বসেছেন। ম্যানেজার তার অতি বিশ্বস্ত লোক। বলা যায় ম্যানেজার কে নিজের হাতে গড়ে তুলেছেন তিনি। আর এই আস্থার প্রতিদান দিতে একটু ভুলে না ম্যানেজার। সানরাইজ গ্রুপের যেসব সমস্যা আর কেউ সমাধান করতে পারে না বা যেসব সমস্যা প্রচলিত রাস্তায় সমাধান করা যায় না সেই সব সমস্যা সমাধানের দ্বায়িত্ব পায় ম্যানেজার। কোন না কোন উপায়ে প্রত্যেকটা জিনিসের একটা না একটা সমাধান বের করে। আনোয়ার খান কখনো কিভাবে সমাধান হল এই ব্যাপারে প্রশ্ন তুলেন না, কারণ তিনি জানেন সব কিছু না জানা ভাল। ম্যানেজার কে যেহেতু নিজ হাতে ট্রেনিং দিয়ে গড়ে তুলেছেন তাই কিছুটা ধারণা আছে কিভাবে ম্যানেজার এইসব কাজ ম্যানেজ করে। এই কয়দিন যে বিষয়টা নিয়ে টেনশন ছিল সেটা দূর হয়েছে। দলের নমিনেশন পেয়েছে তার ছেলে। যদিও ওশন গ্রুপের মালিক মাঠে আছে বিদ্রোহী প্রার্থী হিসেবে তবে দলের নমিনেশন সাথে থাকলে জেতার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায়। তাই খানিকটা চাপ মুক্ত। তার উপর দলের হাইকমান্ড কড়া করে বলে দিয়েছে যাতে এই সময় কোন পক্ষ স্যাবটোজ করার জন্য কোন রকম দূর্নীতির খবর ফাস না করে অন্য পক্ষের। এতে মূল দলের ভাবমূর্তি নষ্ট হবে। ফলে সেদিন দিয়েও খানিকটা চিন্তামুক্ত থাকা যাচ্ছে। ওশন গ্রুপ মুন্সী কে কাজে লাগিয়েছিল তাদের ভিতরের খবর বের করার জন্য। ম্যানেজারের সতর্কবাণী সত্ত্বেও আনোয়ার খান প্রথমে ব্যাপারট পাত্তা দিতে চান নি। তবে মুন্সী যেভাবে একের পর এক বিভিন্ন দরজায় নক করেছে, কাউকে টাকা দিয়ে কাউকে ভয় দেখিয়ে হাত করা শুরু করেছিল এতে চিন্তার রেখা পড়তে শুরু করেছিল আনোয়ার খানের। ম্যানেজার আবার সব সামাল দিয়েছে সেখানে। অনেক প্রমাণ গায়েব করেছে। আরশাদ সাহেব কে গোপন করে রাখাটা প্রমাণ গায়েবের একটা উপায় ছিল। আজকে এইসব বিষয়ে কথা বলতে গিয়ে আনোয়ার খান আর ম্যানেজারের মধ্যে আরশাদ সাহেব কে নিয়ে কথা উঠল।


আরশাদ কে দেশের বর্ডার পার করে নিরাপদ এক জায়গায় রাখার ব্যবস্থা করে হয়েছে। তবে একজন বড় সরকারী অফিসার কে এইভাবে লুকিয়ে রাখা লং টাইমের জন্য একটু রিস্কি। কখন কার নজরে পড়ে যায় বা কে কিভাবে ফাস করে ব্যাপার সেটাও একটা ব্যাপার। তাই ম্যানেজার বলল, স্যার আমার মনে হয় আরশাদ সাহেব কে ফেরত আনা দরকার আমাদের। আনোয়ার খান বললেন নির্বাচনের পর ফেরত আনলে হয় না, আমি আরশাদ সাহেবের বসদের সাথে কথা বলেছি। সে ওএসডি আছে। আর এইসময় কেউ তাকে খুজবে না। ম্যানেজার বলল স্যার অফিসের বাইরে আর কিছু ব্যাপার আছে। আনোয়ার খান বললেন ওশন গ্রুপ আর মুন্সী কে তো নিউট্রালাইজ করা হয়েছে। ম্যানেজার বলল স্যার এইখানে কয়েকটা সমস্যা আছে। যেমন ধরেন আমাদের দলের বাইরে আর অনেক দল নির্বাচনে আসতেছে। তারাও ফাক ফোকড় খুজতেছে। আপনার ছেলে যখন দলের নমিনেশন পাইছে ঠিক তখন থেকে কিন্তু আপনি তাদের টার্গেট। এখন যদি এরা কোন ভাবে আরশাদ সাহেবের গোপন হওয়ার খবর পায় তাহলে এরা এটা নিয়ে বড় নিউজ করাবে। তার উপর, আরশাদ সাহেব এই কিছুদিন ধরে উলটা পালটা আচরণ করতেছে। বড় চাকরি করছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাল। তাই আমরা তারে লুকায়ে রাখার জন্য যেভাবে রাখছি এইটা তার সহ্য হচ্ছে না। দুই তিন দিন পর পর তাকে এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। মাঝে মাঝে দরকার হলে বস্তির মধ্যে রাখছি। কার সাথে কথা বলা, কোন রকম ফোন গ্যাজেট বন্ধ। এইটা তাকে ফ্রাস্টেটেড করে ফেলছে। দুই তিনবার যাদের আন্ডারে তারে রাখছি তাদের সাথে মিসবিহেব করছে। ওরা আমাকে জানাইছে নেক্সট টাইম এমন হলে কন্ট্রোল করা কঠিন কারণ মাঠে যাদের হাতে আছে তাদের সাথে খারাপ ব্যবহার করলে ঠিক কি হবে সেইটা বলা যায় না। এরা কঠিন মার দিতে পারে আবার মেরেও ফেলতে পারে। আনোয়ার খান বলে সাবধান, আরশাদ সাহেবের সুস্থ থাকা অনেক কারণে দরকার। আর আরশাদ সাহেবের কাছে মেসেজ পাঠাও, বল বেশি বাড়াবাড়ি করলে তার খবর জায়গা মত পৌছে দেওয়া হবে। ম্যানেজার বলে এই থ্রেট দিয়েই তাকে লাইনে রাখা হয়েছে। তবে স্যার আমার পরামর্শ হবে উনাকে ফেরত আনা। তাহলে এই জায়গায় বড় কোন মিস্টেক হবার চান্স কম। ফ্রাস্টেড লোকের মাথায় অনেক সময় লজিক কাজ করে না। উনি একদিন পালায়ে গেলে অবাক হব না আর সেরকম হলে যে কেলেংকারি হবে ভেবে দেখেছেন? যদি ইন্ডিয়ায় উনি পুলিশের হাতে ধরা পরে? আনোয়ার খান দুই মিনিট চুপ থাকলেন। ম্যানেজার তার দিকে তাকিয়ে আছে। আনোয়ার খান বললেন ঠিকাছে তাহলে তোমার কথা রইল। আরশাদ সাহেব কে ডিসেম্বরের প্রথম উইকে ফেরত আন। আর এই খবরটা আরশাদ সাহেবের কাছে পৌছাও যেন এর মাঝে কোন হঠকারী কাজ করে। ম্যানেজার বলে ওকে স্যার।


এরপর আর নানা কথায় ব্যস্ত হয়ে পড়ে দুইজন। হঠাত করে ম্যানেজার প্রশ্ন করে স্যার আপনি এই আরশাদ সাহেবের মত লোক কে কিভাবে যোগাড় করলেন? আনোয়ার খান বলল হঠাত এই প্রশ্ন কেন? ম্যানেজার বলল স্যার এমন পার্টিকুলার টাইপ বাস্টার্ড আমি খুব কম দেখেছি। হাহা করে হেসে উঠে আনোয়ার খান, বলেন- বাস্টার্ডদের চেনার আমার বিশেষ দক্ষতা আছে। আর এদের কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাও জানা আছে। মাথা নাড়ায় ম্যানেজার। আনোয়ার খান বলেন, আমাদেরকে বেশির ভাগ লোক ভিলেন হিসেবে দেখে বুঝলা ম্যানেজার। পত্রিকাগুলো সুযোগ পেলে যা ইচ্ছা তা লিখে। একটু ফাকফোকড় পেলে জেলের ভাত খাইয়ে ছাড়বে এমন লোকের অভাব নেই আমাদের জন্য। কিন্তু এই আরশাদ সাহেব কে দেখ। কেমন ভাল মানুষ চেহারা, সুনাম। ভিতরে লোকটা কেমন এইটা অল্প কিছু লোক জানে। তার সাথে এত বছর সংসার করা বউটাও পর্যন্ত চিনতে পারল না এই লোকটাকে। এই লোকটা দেখবা আবার ফেরত যাবে ঘর সংসার করবে। ইমেজ বাড়াবে। আর লোকেরা আমাদের কে জেলের ভাত খাওয়ানোর সুযোগ খুজবে। ম্যানেজার মাথা নাড়ায়। আনোয়ার খান বলেন, তবে একটা জিনিস জান তো ম্যানেজার। এমন লোক কে দেখলে ঘৃণা হলেও এই লোক গুলাকে আমাদের দরকার। আরশাদ সাহেব কে কন্ট্রোল করা যেমন ইজি এমন ইজি আর কাউ কে না। এই ধরণের লোক গুলার সব রকম খায়েশ আছে কিন্তু করার সাহস নাই। তাই আমাদের কাছে আসে। আর আমরা ব্যাকিং দেই তার বদলে আমাদের কাজ করে দেয়। আরশাদ সাহেবের কারণে আমাদের ভ্যাট আর ট্যাক্সের বিভিন্ন কাজে কত টাকা বাচে তুমি জান। তাই পছন্দ না হলেও একে কাছে রাখি। ম্যানেজার বলে স্যার এই কয়দিন আগে আরশাদ সাহেব কে থ্রেট দিয়ে শান্ত রাখার জন্য যে ফাইলটা দিলেন এইটা দেখে আমি একদম চমকে গেছিলাম। এমন কাজ কেউ করতে পারে। আমাকে কত লোক খারাপ জানে বা ধরেন এই মুন্সী, কিন্তু আমরা কেউ এমন কাজ করব বলে মনে হয় না। আনোয়ার খান বলেন এই থ্রেটটা দেওয়া যাবে বলেই তো তাকে হেল্প করেছিলাম। আনোয়ার খান বলে তারপর আরশাদ সাহেবের বউ কোথায় গেল সেটা বের করতে পারলে? ম্যানেজার বলে না স্যার। অবশ্য চেষ্টাও করি নি। আনোয়ার খান জিজ্ঞেস করে কেন? ম্যানেজার বলে স্যার এয়ারপোর্টের ঐ ভিডিও টা আরশাদ সাহেব কে দেখিয়েছিলাম। আরশাদ সাহেব অবশ্য অস্বীকার করেছে ওই ভিডিও এর ছেলেটা কে চিনা না বলে। তবে আরশাদ সাহেব পাক্কা হারামি হলেও চোখ মুখের ভাব লুকাতে পারে নি সেইদিন। আমার ধারণা সেই ছেলেটা আরশাদ সাহেবের চেনা। কারণ প্রথম যখন বলেছিলাম তার বউ হাওয়া হয়ে গেছে তখন সে ভেবেছিল মুন্সী তুলে নিয়ে গেছে বউ কে। আমাদের কে বেশ গালাগালি করেছিল। পাগলের মত আচরণ করছিল। পরে সেই ভিডিও দেখার সময় মুখে হালকা একটা হাসি ছিল ব্যাটার। আর এরপর থেকে কোন প্রশ্ন করে নি তার বউ কে উদ্ধার করা গেছে না যায় নি। আমার ধারণা আসার আগে আর কাউকে দ্বায়িত্ব দিয়ে রেখেছিল। যে তার বউ কে সরিয়ে নিয়ে গেছে। আর এয়ারপোর্টে যেভাবে হাগ করল তাতে মনে হয় সেই ছেলে ওদের পরিচিত কেউ। আমি তাই আরশাদ সাহেব কে আর চাপ দেই নি কথা বের করার জন্য। কারণ মুন্সীর আচরণ থেকে শিওর ছিলাম মুন্সী আরশাদ সাহেবের বউ কে পায় নি। তার উপর আরশাদ সাহেবের পরিচিত কেউ যদি তার বউ কে লুকাতে সাহায্য করে তাহলে আমাদের জন্য ভাল কারণ তাহলে নতুন একজন কে লুকানোর বন্দোবস্ত করতে হয় না আর মুন্সী আমাদের কে সন্দেহ করছে পুরাটা টাইম। ফলে আরশাদ সাহেবের বউ কে সেও সহজে খুজে পাবে না। মুন্সীর লোকজন আমাদের উপর নজর রাখছে এটা আমি শিওর। ফলে আমরা আরশাদ সাহেবের বউ কে খুজতে গেলে হয়ত দেখা গেল আমাদের ফলো করে মুন্সী আগে পৌছে গেল। তাই আমি আর চেষ্টা করি নি। আনোয়ার খান বলে তোমার সিদ্ধান্ত ঠিক আছে। ম্যানেজার আবার বলে স্যার এই জিনিসটাও আমার মাথার বাইরে গেছে। আনোয়ার খান বলে কোনটা? ম্যানেজার বলে এই যে আরশাদ সাহেব লোকটা, হারামি একটা। বউ রেখে বাইরে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় আবার বউয়ের জন্য এত দরদ। আনোয়ার খান বলে এটাই মানুষের একটা ধাধা বুঝলা ম্যানেজার। বাইরে মাগীবাজি করে আবার ভিতরে বউয়ের প্রতি দরদ। অবশ্য এই দ্বন্দ্বটা আছে বলেই আরশাদ সাহেব কে কন্ট্রোল করা ইজি। ম্যানেজার চুপচাপ শুনে আর মাথা নাড়ায়। আনোয়ার খানের কাছ থেকে শেখার তার শেষ নেই। শেষে আনোয়ার খান বলেন, তাহলে সেই কথাই রইল। আরশাদ সাহেব কে তাহলে ডিসেম্বরের প্রথম উইকে ফেরত নিয়ে আস।
Like Reply


Messages In This Thread
RE: অঘটনঘটন পটিয়সী (নতুন আপডেট ৩১ ) - by কাদের - 29-05-2024, 10:37 PM



Users browsing this thread: Jyoti_F, 25 Guest(s)