29-05-2024, 09:49 PM
(29-05-2024, 02:57 PM)buddy12 Wrote: 21 নম্বর আপডেটের চারুকলা অংশে পৌঁছেছি। মাহফুজের অভিমান ভাঙানো হয়ে গেছে।
এই কাহিনীর যাত্রায়, গন্তব্য মাহফুজ সিনথিয়ার মিলন।
চারিদিকের দৃশ্য / ঘটনা দেখতে দেখতে সেই পথচলা চলতে থাকুক।
"আমার এই পথচলাতেই আনন্দ।" ঠিক যেমন সঙ্গমের আগে শৃঙ্গার (foreplay)। শৃঙ্গার যত দীর্ঘায়িত, আনন্দ তত বেশি।
নিজের লেখা মূল লেখকের নাম উল্লেখ ছাড়াই অন্য কোথাও প্রকাশিত হওয়া অবশ্যই লেখকের মনোবেদনার কারন। তবে সেটা লেখকের জনপ্রিয়তার লক্ষনও বটে। আপনার জনপ্রিয়তা আরও অনেক বেশী হলে দেখা যাবে জঞ্জাল গল্পও আপনার নামে প্রকাশিত হচ্ছে। ঠিক যেমন কামদেব দাদার নামে হয়।
আরশাদ বনাম মাহফুজ লড়াইটা ঠিক দাবা খেলার মতো। রীতিমতো থ্রিলার। খুব উপভোগ করছি।
লাইক ও রেপু দিলাম এবং সাথে চিটে গুড়ে পিঁপড়ের মতো আটকে আছি।
পিপড়ের মত সাথে থাকুন। ২১ নাম্বার পর্ব পড়ছেন মানে আর প্রায় ৩০০ পেইজের মত সামনে আছে। আশা করি সেখানেও মিষ্টি পাবেন যথেষ্ট। আর নতুন করে কোথাও দেখলেন নাকি আমার গল্প আমার নাম ছাড়া দিয়েছে? দেখলে জানাবেন প্লিজ।