29-05-2024, 02:57 PM
(This post was last modified: 29-05-2024, 09:28 PM by buddy12. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-05-2024, 01:54 PM)কাদের Wrote: অনেক আগে বন্ধু গল্প লিখবার সময় আপনার মন্তব্য পেতাম। তাই এতদিন পর এই গল্পে আপনাকে দেখে ভাল লাগল। একবারে বেশি পড়লে ভাল না লাগলে ধীরে ধীরে পড়ুন। অনেক সময় স্লো রিডিং মজা বাড়ায় গল্পের। আর আশা করি এই গল্প নিয়ে আপনার মতামত বিস্তারিত জানাবেন সময় করে মন্তব্যের ঘরে।21 নম্বর আপডেটের চারুকলা অংশে পৌঁছেছি। মাহফুজের অভিমান ভাঙানো হয়ে গেছে।
এই কাহিনীর যাত্রায়, গন্তব্য মাহফুজ সিনথিয়ার মিলন।
চারিদিকের দৃশ্য / ঘটনা দেখতে দেখতে সেই পথচলা চলতে থাকুক।
"আমার এই পথচলাতেই আনন্দ।" ঠিক যেমন সঙ্গমের আগে শৃঙ্গার (foreplay)। শৃঙ্গার যত দীর্ঘায়িত, আনন্দ তত বেশি।
নিজের লেখা মূল লেখকের নাম উল্লেখ ছাড়াই অন্য কোথাও প্রকাশিত হওয়া অবশ্যই লেখকের মনোবেদনার কারন। তবে সেটা লেখকের জনপ্রিয়তার লক্ষনও বটে। আপনার জনপ্রিয়তা আরও অনেক বেশী হলে দেখা যাবে জঞ্জাল গল্পও আপনার নামে প্রকাশিত হচ্ছে। ঠিক যেমন কামদেব দাদার নামে হয়।
আরশাদ বনাম মাহফুজ লড়াইটা ঠিক দাবা খেলার মতো। রীতিমতো থ্রিলার। খুব উপভোগ করছি।
লাইক ও রেপু দিলাম এবং সাথে চিটে গুড়ে পিঁপড়ের মতো আটকে আছি।