28-05-2024, 11:54 AM
(This post was last modified: 28-05-2024, 03:03 PM by বহুরূপী. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-05-2024, 09:02 AM)৴৻সীমাহীন৴ Wrote: অসাধারন
তবে কিছু শব্দে সম্পূর্ণ লেখা হয়নি।
নিজের ভুলগুলো সহজে চোখে পরে না।আর একবার পড়ে ঠিক করে দেব না হয়,ধন্যবাদ❤️
(27-05-2024, 08:10 PM)PramilaAgarwal Wrote: চমৎকার বিবরণ। গল্পের গতিও যথাযথ। তবে কিছু কিছু বেমক্কা শব্দ গোল করছে। যেমন পীনোন্নত অর্থ স্থূল ও সুঊচ্চ। স্তনের ক্ষেত্রে ব্যবহার হয় বটে, অন্য ক্ষেত্রেও করা যায়। এখানের ব্যবহারে কোনো অর্থ প্রকাশ তো হয়ই নি, বরং অর্থের বিড়ম্বনা ঘটিয়েছে। এমন অনেক উদাহরণ দেখলাম।
মানুষের ক্ষেত্রে ইহা ব্যবহার হয়না। দ্রব্যের ক্ষেত্রে হয়। তাই সে কথাটাই ঠিক হতো। এসব উটকো শব্দ যাতে অর্থের ব্যাঘাত না ঘটায় সেদিকে মন দিতে হবে
এই শব্দটার সঠিক ব্যবহার বুঝতে ভুলে হয়েছে। তবে এমন সচেতন পাঠক পাবো ভাবিনি। সাধু ভাষায় আমার দখল কম।কিন্তু উন্নতি করতে চাইলে ক্ষতি কি আর।তাই বলি, বাকি ভুলগুলো ধরিয়ে দিলে ভালো লাগতো। ধন্যবাদ❤️