26-05-2024, 10:17 PM
(26-05-2024, 09:45 PM)buddy12 Wrote: আজ লালবাগ পৌঁছলাম।
গল্প খুব সুন্দর ভাবে এগোচ্ছে।
লাইক ও রেপু দিলাম।
সাথে আছি দাদা।
আপনারই কি মজা!! আমরা নেক্সট আপডেটের আশায় চাতক পাখির মত অপেক্ষা করতেছি আর আপনি এখন পড়া শুরু করে টানা ৩১ পর্ব রেডিমেইড পাচ্ছেন একদম। তবে পড়তে পড়তে লালবাগ থেকে কাহিনীর পরিক্রমায় যখন সুনামগঞ্জ চলে যাবেন(হালকা স্পয়লার দিলাম, এটা তেমন একটা ক্ষতি করবে না পড়ায়) তখন বুঝবেন যে আসলে কি একটা মাস্টারপিস পড়তেছেন। এত বিস্তৃত কলেবরসম্পন্ন আর এত ডিটেইলিং এ ভরপুর একটা গল্প এটা, যে, এর জুড়ি মেলা ভার। হ্যাপি রিডিং!