25-05-2024, 10:24 PM
অপেক্ষার মত কঠিন জিনিস পৃথিবীতে খুব কমই হয়। আর তার চেয়ে বড় কথা, এই গল্পটা একটা নেশা ধরিয়ে দিয়েছে। নেশাখোরেরা নেশার দ্রব্য না পেলে যেমন পাগল হয়ে যায়, এই গল্পের জন্য অপেক্ষা করতে করতে মাঝে মাঝে ওইরকম একদম পাগল পাগল লাগে। কাদের ভাই, ঢাকা কবে আসবেন? আর যে পারিনা।