24-05-2024, 09:34 PM
(23-05-2024, 08:01 PM)nusrattashnim Wrote:উনি নতুন লেখক নন ভাই। এর আগেও বন্ধু নামের একটা বহুল পাঠক সমাদৃত গল্পের রচয়িতা ও তিনি। নিউ সায়মন নামে সেই লেখক আর কেউ নয় বরং এই কাদের ভাই ই। তবে করোনা ও এর পারিপার্শ্বিক কিছু জটিলতায় তিনি সেই গল্পটি দুর্ভাগ্যবশত শেষ করতে পারেননি। তবে আজও পাঠক সেই গল্পের মোহে প্রায়ই তাকে অনুরোধ করেন সেই গল্পটি শেষ করার জন্য। উনি বলেছেনও এই গল্প শেষ করার পর ভবিষ্যতে সময় সুযোগ হলে উনি অবশ্যই সেই গল্পটি সমাপ্ত করবেন।
'বন্ধু' গল্পটা আমারও খুব ভালো লেগেছিল।
এখনও গল্পটা শেষ হবার অপেক্ষায় আছি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)