24-05-2024, 08:49 PM
(24-05-2024, 12:20 PM)raikamol Wrote: প্রিয় লেখক, আপনার রচিত লেখাখানি আমি বড়ই হৃষ্টচিত্তে পড়িতেছি। সত্যই আপনার মনোরম লেখা পাঠ করিয়া হৃদয়ে স্ফূর্তি জাগরিত হয়। সেই সঙ্গে বলি আপনার হস্তের লেখনী চলিত ভাষায় মূর্ত হইয়া উঠে বেশি। সাধু ভাষা বড় মিষ্ট, তবে উহার একটি অপারগতা। সাধারণ পাঠকবৃন্দের উহাতে বোধকরি যথেষ্ট বুৎপত্তি নাই। সেই কারণে তাহাদের চিত্তে অকারণ কুজ্ঝটিকা সৃষ্টি করিবার প্রয়োজন বোধহয় নাই।সাধু ভাষাটা আমারও ভালো লাগে।তবে ও ভাষাতে আমি কিছুটা কাঁচা । তার পরেও ওই গল্পটি শেষ করে একটা গল্প সাধু ভাষায় লেখার চেষ্টা করো,ধন্যবাদ❤️
(24-05-2024, 08:55 AM)•°৹৴°【সামিউল】°৲৹°• Wrote:এখন ভাষা না পাল্টে যেভাবে চলছে সে ভাবেই চলুক।
কোন পরিবর্তন হবে না,জাস্ট একটা জানার ইচ্ছে হচ্ছিলো তাই প্রশ্ন, যাই হোক ধন্যবাদ❤️