23-05-2024, 08:01 PM
(This post was last modified: 23-05-2024, 08:01 PM by nusrattashnim. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-05-2024, 07:15 PM)buddy12 Wrote: আজ গল্পটা পড়তে শুরু করলাম।
খুব সুন্দর গল্প।
কোন সময়ই মনে হচ্ছে না যে এটা কোনো
নতুন লেখকের লেখা।
পরিচ্ছন্ন ভাষা এবং নতুন ধরনের বিষয়বস্তু।
সাথে রইলাম।
লাইক ও রেপু দিলাম।
উনি নতুন লেখক নন ভাই। এর আগেও বন্ধু নামের একটা বহুল পাঠক সমাদৃত গল্পের রচয়িতা ও তিনি। নিউ সায়মন নামে সেই লেখক আর কেউ নয় বরং এই কাদের ভাই ই। তবে করোনা ও এর পারিপার্শ্বিক কিছু জটিলতায় তিনি সেই গল্পটি দুর্ভাগ্যবশত শেষ করতে পারেননি। তবে আজও পাঠক সেই গল্পের মোহে প্রায়ই তাকে অনুরোধ করেন সেই গল্পটি শেষ করার জন্য। উনি বলেছেনও এই গল্প শেষ করার পর ভবিষ্যতে সময় সুযোগ হলে উনি অবশ্যই সেই গল্পটি সমাপ্ত করবেন।