20-05-2024, 01:03 PM
(20-05-2024, 06:41 AM)কাদের Wrote: আমার অন্য গল্পটা তো বহু বছর ধরে বন্ধ। দুই বার বন্ধ হয়েছে গল্পটা। প্রথমবার পুরাতন এক্সবি বন্ধ হয়ে গেলে। এরপর নতুন করে এই সাইটে আবার শুরু করলেও মাঝখানে নিজের ব্যক্তিগত জীবনের নানা ঝামেলায় গল্পটা বন্ধ হয়ে যায়। এর মাঝে অনেকদিন সাইটে না আসায় সেই পুরাতন একাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম এক সময়। তাই এই নতুন একাউন্টের সূত্রপাত। আর একসাথে দুইটা গল্প চালানোর মত সময় বা প্রতিভা আমার নেই। তাই অন্তত এই গল্প শেষ না হবার আগে অন্য কিছুতে হাত দিচ্ছি না।ভাই, বন্ধু গল্পের হাইপ ও ইন্টারেস্ট শেষ। এই গল্প শেষ হলে আপনি একদম নতুন গল্পে হাত দিয়েন।