12-05-2024, 01:16 AM
(09-05-2024, 04:43 PM)Avishek Wrote: এই গল্পের রিপিট ভ্যালু যে আছে তার প্রমাণ আমিও। আপনার অন্যান্য ইরোটিক গল্পের থেকে একেবারে ভিন্ন একটি লেখা ছিল এটি। এরপর যদিও ওই হরর রোমান্টিক ছোট গল্পটা লিখেছেন কিন্তু এই গল্পের শেষ পর্বের তুলনা হয়না। কিছু গল্প সাময়িক সুখ দেয় আর কিছু মনে জায়গা করে নেয় চিরতরে। এমন সৃষ্টি বেশি হয়না তাই আবার এমন কিছু লিখতে বাধ্য করবোনা। কিন্তু ছোটখাটো আরো কিছু নিয়ে আসুন বাবান দাদা। অপেক্ষায় রইলাম।
এই গল্পটা যে অনেকেরই পছন্দ হয়েছে যেনও লেখক হিসাবে অবশ্যই ভালো লাগছে। সত্যিই লেখক হিসেবেও কিছু সৃষ্টি এমন হয় যা হৃদয়ে সবচেয়ে সেরা জায়গাটা দখল করে নেয়। এটা তার মধ্যে অন্যতম অবশ্যই।
এই তো কিছুদিন আগেই টাবলুর এক বিকেল লিখলাম। সত্যিই আর বড়ো কিছু নিয়ে আসার ইচ্ছে নেই। লিখলেও এক বা কয়েক পর্বের লিখতে পারি। সবকিছুর একটা সমাপ্তি থাকা প্রয়োজন। ধরে নিন আমার বড়ো গল্পে আমি ইতি টেনেছি। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে / আপনাদের।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)