10-05-2024, 05:34 AM
(08-05-2024, 09:16 PM)sudipto-ray Wrote: ভালো বলেছেন, আসলে ভালোবাসাটা আপেক্ষিক। তাইতো একজন জ্ঞানী বলেছেন, " পৃথিবীটা রঙ্গমঞ্চ, আর আমরা এক একজন অভিনেতা "। প্রতিনিয়ত আমরা একে অপরের সাথে অভিনয় করে চলেছি। মৃত্যুর আগ পর্যন্ত এটা চলতে থাকবে।
কখনো ভেবে দেখেছেন এই অভিনয়টা বাদ দিয়ে যদি সবাই তার মনে যা আছে তাই করতো তবে কি হতো।
অন্তত শেষ জীবনে রকিং চেয়ারে বসে ঘরে শূন্য সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতে হতো না সারা জীবনটা অভিনয় করে গেলাম।