09-05-2024, 04:43 PM
(27-03-2024, 12:01 AM)Baban Wrote: এই গল্পটার যে রিপিট ভ্যালু আছে দেখে ভালো লাগল। আবারো ধন্যবাদ এটি পড়ার জন্য। আমার সৃষ্টি চরম অশ্লীল কিছু লেখার মাঝে এমন একটা প্রয়াসকে ভালোবাসার জন্য। কিন্তু সত্যিই আর সেরকম লেখা হয়ে উঠছেনা। আসাও হচ্ছেনা। কম তো লিখলাম না। তাই বিশ্রামের পালা। তবু গল্পের আইডিয়া যে নেই তা বললে ভুল বলা হবে, কিন্তু লেখা আর হবে বলে মনে হয়না। ছোট খাটো কিছু লিখলেও লিখতে পারি।
এই গল্পের রিপিট ভ্যালু যে আছে তার প্রমাণ আমিও। আপনার অন্যান্য ইরোটিক গল্পের থেকে একেবারে ভিন্ন একটি লেখা ছিল এটি। এরপর যদিও ওই হরর রোমান্টিক ছোট গল্পটা লিখেছেন কিন্তু এই গল্পের শেষ পর্বের তুলনা হয়না। কিছু গল্প সাময়িক সুখ দেয় আর কিছু মনে জায়গা করে নেয় চিরতরে। এমন সৃষ্টি বেশি হয়না তাই আবার এমন কিছু লিখতে বাধ্য করবোনা। কিন্তু ছোটখাটো আরো কিছু নিয়ে আসুন বাবান দাদা। অপেক্ষায় রইলাম।