08-05-2024, 07:29 PM
(07-05-2024, 02:35 PM)vajikarana Wrote: জাস্ট একটা ভন্ডামি।
(08-05-2024, 12:08 PM)vajikarana Wrote: ভালোবাসা কোন দৃশ্যমান বস্তু নয় যে, যেটা জোর করে ছিনিয়ে নেয়া যাবে, দাদা। একজন মা নিশ্চয় তার সন্তানদের বলেন না, তোমাদের মধ্যে যে জোর করে ভালোবাসা আদায় করতে পারবে তাকে আমি অধিক ভালোবাসবো। ঠিক তেমনি প্রেমিকা বা স্ত্রীকে যদি ছিনিয়ে এনেই ভালোবাসতে হবে তাহলে মোটামুটি রেগুলার বেসিসে স্বয়ম্বর আয়োজন করতে হবে। অর্জুন - কর্ণের মধ্যে যুদ্ধ হবে, যে যোগ্য তাকে নারী গ্রহণ করবে। আপনি বোধহয় এমন কিছুই বুঝানোর চেষ্টা করেছেন।
হ্যাঁ, অর্জুন জিতেছিলেন কিন্তু একবার ভেবে দেখুন, এই কর্ণকে হারাতেই দেবরাজ ইন্দ্র বা স্বয়ং শ্রীকৃষ্ণকে ছলনার আশ্রয় নিতে হয়েছিলো।
দেবরাজ ইন্দ্র যখন কর্ণ থেকে তার রক্ষা কবচ দান হিসেবে চেয়ে নিলেন ছলনার মাধ্যমে, তখন অর্জুন অশ্রুসিক্ত নয়নে নিজের পিতা দেবরাজ ইন্দ্রকে বলেছিলেন, "পিতা, আপনি আমার বিজয়ের আসল সুখটাই ছিনিয়ে নিলেন, অঙ্গ রাজ কর্ণকে দুর্বল করে দেয়ার মাধ্যমে।"
সুতরাং, এই ছলনার বিষয় স্বয়ং ঈশ্বর কর্তৃক ও পরিচালিত হয়ে এসেছে সেই রামায়ণ মহাভারত এর যুগ থেকেই।
তাই এখানে ছিনিয়ে নেওয়ার কিছু নেই। যে বিশ্বাসঘাতকতা করবে, সে যে কোন কিছুর বিনিময়ে তা করবেই। হাজারো প্রাপ্তির মধ্যে সে একটা অপ্রাপ্তি খুঁজে নিবে নিজের চলমান সম্পর্ক থেকে বেরিয়ে এসে বিশ্বাসঘাতকতা করার জন্য।
আপনি শুধুমাত্র একটা জিনিস কল্পনা করুন, আপনার প্রেমিকা বা স্ত্রী অন্য কারো সাথে চলে যাচ্ছেন ঠিক সেই মূহুর্তে আপনি তাকে জোর করে আটকালেন। ছিনিয়ে নিলেন নিজের স্ত্রীকে সেই পরপুরুষ থেকে। কিন্তু এরপর? এরপর তার আর আপনার মধ্যে যা হবে তা কেবলই একটা নাটক। আপনার উপর থেকে মন উঠে গেছে বলেই সে অন্য কারো প্রতি দুর্বল হয়েছিলো। তাহলে তার মনে প্রেম জিনিসটা থাকলো কোথায় আপনার জন্য? প্রেম থাকলে সে অন্য কারো প্রতি নিশ্চয় দুর্বল হতো না। কিন্তু এই ছিনিয়ে আনার মাধ্যমে যদি আপনি নিজেকে বিজয়ী মনে করেন, তাহলে আপনার জন্য বাংলায় প্রচলিত একটা কথা বলতে হচ্ছে, "দেহ চাইলে দেহ পাবি কিন্তু মন পাবি না।"
তাই বলছি, এসব আলফা বিটা গামা শুধু রিলস বানানোর জন্যই উত্তম। বাস্তব সমাজের জন্য প্রযোজ্য না।
প্রথমেই আমি ক্ষমাপ্রার্থী তর্ক করার জন্যে।
যে ভালোবাসাকে আপনি ভন্ডামি মনে করেন,সেই ভালোবাসা দৃশ্যমান বস্তু,নাকি অন্য কিছু তা ভেবে লাভ কি ভাই?
আমাকে জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাই বলছি শরীর ও মন দুটোই শক্তিশালী না হলে এই জীবনে চলা কষ্ট কর।
আর শেষের লাইন টা ভুল লিখেছেন।আজকাল বিদেশি হাওয়া লেগে পুরুষেরা ধিরে ধিরে কাকোল্ড শ্রেণীতে পরিবর্তিত হচ্ছে।তবে আমি সিংহ পুরুষের ধারণায় বিশ্বাসী।তাই শিকার হয়ে নয়, শিকারী হয়ে বাচঁতে শিখেছি


![[Image: IMG-20241001-072115.jpg]](https://i.ibb.co/7jZQY9h/IMG-20241001-072115.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)