
প্রিয় লেখক, ২০০০ রেপু পূর্ণ হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই অর্জন তথা স্বীকৃতি আপনার লেখনীর দক্ষতা ও ভিন্নধর্মী এই গল্পের অসামান্যতাই প্রকাশ করে। পাঠক হিসেবে তো আমাদের কাজ করলাম, তাই এবার অনুরোধ ২০০০ রেপু পূর্ণ হওয়ার এই খুশী উদযাপন করতে দয়া করে অতি শীঘ্রই একটা আপডেট দিয়ে আমাদের মনটাও খুশী করে দেন। অধীর অপেক্ষায় আমরা সকলে। শুভকামনা কাদের ভাই।