07-05-2024, 03:54 PM
(This post was last modified: 07-05-2024, 03:59 PM by বহুরূপী. Edited 2 times in total. Edited 2 times in total.)
(07-05-2024, 02:35 PM)vajikarana Wrote: পীযুষরা ঠকেই। তাদের পাঠানোই হয়েছে পৃথিবীর বুকে ঠকে যাওয়ার জন্য আর সময়ের প্রবাহে নিজেকে মানিয়ে নেয়ার জন্য। নিজের শতভাগ দিয়েও এরা কারো কাছে চরম ভালোবাসার মানুষ হতে পারে না। কারণ ভালোবাসা যতটা না মানসিক তার চাইতেও হাজার গুণ বেশি শারীরিক। পীযুষদের দোষ একটাই, তারা বিশ্বাস করে এবং পরিণতিতে চরম মূল্য দিতে হয় এদের। এটাই এদের শাস্তি, অন্তত জীবনের বাকি সময়টা মন শক্ত করে এরা এগিয়ে যেতে পারবে সামনের দিকে। তাই তাদের নির্মম পরিণতি নিয়ে আমি মোটেও আগ্রহী নই।
নিজের সাড়ে তিন বছরের সম্পর্কের অবসান ঘটতে দেখেছি। যার প্রতিটি হৃদস্পন্দনকে নিজের বলে স্বীকার করে নিয়েছিলাম, তাকে অন্যের শয্যাসঙ্গী হতে দেখেছি। তাই আমার নিজের প্রতি যেমন আমার কোন সহানুভূতি নেই, তেমনি সহানুভূতি নেই পীযুষ বা পিকলু এর প্রতি। কারণ এই ভালোবাসা নামক নাটক পৃথিবীর জন্মলগ্ন থেকেই চলে আসছে।
জাস্ট একটা ভন্ডামি।
রাগ করবেন না ভাই, আপনার কথাগুলো মানতে পারলাম না।এই সব দূর্বল হৃদয়ের মানুষের কথা।
যা নিজের তা ছিনিয়ে নিতে শিখতে হয়।কারণ জীবন টা যুদ্ধক্ষেত্র। কেউই সবকিছু আপনার মুখে তুলে দেবে না,পারলে ছিনিয়ে নেবে।।
– be strong........ be Alpha....