27-04-2024, 08:29 PM
গল্প অনেক ডালপালা মেলেছে, এবার সুতো গুটিয়ে আনার পালা। বর্তমানে কাদের ভাই সেটাই করছেন। তবে আরও একটা পার্ট বাকি আছে , মাহফুজ ও সাফিনার মিলন। কিভাবে হবে, সেটা কাদের ভাই ভালো জানেন। আমি শুধু ভাবছি ঐ ছেলেদুটির (অর্ণব ও মিশকাত) কথা, ব্ল্যাকমেইল হবে নাকি!!! আরও একটা ইরোটিক পার্টের অপেক্ষায়।
একটা কথা বলতেই হয়, গল্পের নামের প্রতি আপনি যথেষ্ট সুবিচার করেছেন। গল্পটা একসময় শেষ হবে। তবে ভাই বিশ্বাস করেন, আপনার এই সৃষ্টির কথা মনে থাকবে আজীবন। ভালো থাকবেন।
একটা কথা বলতেই হয়, গল্পের নামের প্রতি আপনি যথেষ্ট সুবিচার করেছেন। গল্পটা একসময় শেষ হবে। তবে ভাই বিশ্বাস করেন, আপনার এই সৃষ্টির কথা মনে থাকবে আজীবন। ভালো থাকবেন।