22-04-2024, 10:43 PM
(19-04-2024, 10:15 PM)কাদের Wrote: অনেক বড় প্রশংসা করে ফেললেন। পাঠকের ভাল লাগছে এটা খুশির খবর। তবে এটা ক্লাসিক হবে কীনা সেটা নির্ভর করে এই গল্প শেষ হওয়ার পরেও যদি পাঠক বারে বারে ফিরে এসে পড়ে। একটা জায়গায় অবশ্য এই উপন্যাস সম্ভবত বাংলা সব ইরোটিক উপন্যাস কে ছাড়িয়ে গেছে। সেটা এর কলবরে। এর থেকে শব্দ সংখ্যায় আর বড় কোন বাংলা ইরোটিক উপন্যাস আমার চোখে পড়ে নি। আপনি অবশ্য আমার থেকে আর বেশি পড়েছেন তাই আপনাকেই জিজ্ঞেস করলাম প্রশ্নটা।
জানিনা কেন আপনারা আমার সম্পর্কে এতো উঁচু ( কিছু লোক তো উল্টো বলে বলে আমি এখনো ব্যান আছি এই ফোরামে ) করে ভাবেন !!
হ্যাঁ , আমি অনেক পুরোনো পাপী বলতে পারেন। এই সাইট বা যেটা আগের ছিল যেখানে আপনার 'বন্ধু' প্রথম এসেছিলো সেখান থেকেই বহু বছর ধরে যুক্ত।
প্রচুর বিখ্যাত লেখক এবং লেখিকার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ হয়েছিল এবং এখনো কিছু কিছু আছে , তাদের নাম উল্লেখ করা উচিত নয়।
তবে বহু লম্বা উপন্যাস পড়ার অভিজ্ঞতা হয়েছে , আপডেটের অথবা শব্দের সংখ্যা কোনোদিন হিসাব রাখিনি।
এখানেও রাখবো না। যা লিখছেন আপনি সেটা বাঙালি এরোটিক সাহিত্যে একটা ইতিহাস রচনা করছে !!