20-04-2024, 11:58 AM
(17-04-2024, 08:55 PM)pradip lahiri Wrote: অসাধারণ আপডেট, অপূর্ব, পড়ে এত ভালো লাগলো যে প্রশংসা করার ভাষাই খুঁজে পাচ্ছিনা, আপনার হাত বাঁধিয়ে রাখা উচিত। লেখার বাঁধুনি অত্যন্ত সুন্দর। এর পরের অংশ পড়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আপডেট দেওয়ার জন্য!
ধন্যবাদ পড়ার জন্য। হাতে সময় থাকলে আমি দ্রুত দেবার চেষ্টা করি আপডেট। তবে অফিস আর ব্যক্তিগত জীবন মিলিয়ে সব সময় হয়ে উঠে না। তার উপর আমার আপডেট এর সাইজ বড় থাকায় সেটাও যথেষ্ট সময় নেয়। এত কিছুর পরেও পাঠক হিসেবে আপনারা অপেক্ষা করেন এটা একটা বড় প্রাপ্তি।