19-04-2024, 04:37 PM
(19-04-2024, 03:55 PM)bluesky2021 Wrote: ১:- মাহফুজ ও নুসাইবা। মাহফুজ ও নুসাইবার লুকোচুরি খেলা বেশ ভালো লেগেছে। বিশেষ করে মাহফুজের মাঝে নুসাইবাকে ধরতে চাওয়ার উগ্র বাসনা আর নুসাইবার মাহফুজের বাঘের থাবা থেকে বাঁচতে চাওয়ার যে খেলা তা এই গল্পের উত্তেজনার পারদ অনেক বাড়িয়ে দিয়েছে। সত্যি বলতে যা সহজে পাওয়া যায় তার মূল্যে কমই হয়।
এতদিন এত কষ্টের পরও মাহফুজ নুসাইবাকে বাগে আনতে কষ্ট করতে হচ্ছে এটাই মাহফুজ ও পাঠকের কাছে নুসাইবার গুরুত্ব ও মূল্যে অনেক বাড়িয়ে দিচ্ছে।
Point Point Point
সত্যি অনেক পর্ব অতিবাহিত হলো। অনেক build up ও হলো mahfuz অনেক জাল ছরালো আবার নিজে তার মধ্যে জড়িয়ে গিয়ে
জাল গোটালোও । কিন্তু অত কিছু করার পরও নুসাইবাকে পুরোপুরির অর্ধেক ও গলাতে পেরেছে কিনা মনে হয় না। নুসাইবা কতোটা কঠিন টা বার বার বুজতে পারছে মাহফুজ।
My pain is constant and sharp, and I do not hope for a better world for anyone.