18-04-2024, 10:31 AM
ভাইজান, সালাম নিবেন। আপনার এই গল্পকে শুধু অনবদ্য বললেও খুব কম বলা হবে। আমি প্রায় প্রতিদিন অধীর আগ্রহে থাকি এই গল্পটা পড়ার জন্য। আপনি গল্পটিকে যে জায়গায় নিয়ে গেছেন তা অকল্পনীয়। আপনার জন্য টুপিখোলা শ্রদ্ধা। তবে এই অধমের তরফ থেকে একটিই অনুরোধ এই গল্প লেখে শেষ করার পরে সম্ভব হলে বন্ধু গল্পটি শেষ করবেন।বন্ধু গল্পটি পড়েই আমি আপনার ফ্যান হয়ে গিয়েছিলাম। আবারও এই অধম পাঠকের তরফ থেকে বুকভরা শ্রদ্ধা ও ভালোবাসা।