01-04-2024, 07:47 AM
(01-04-2024, 12:08 AM)কাদের Wrote:পাঠকগণ এতদিন ধৈর্য্য ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ। ব্যক্তিগত ঝামেলায় লাস্ট একমাস সময় দিতে পারি নি এই লেখায়। তাই একমাস পর ফেরত এসে নতুন করে শুরু করতে একটু বেগ পেতে হয়েছে। আশা করি আজকের পর্ব ভাল লাগবে। এটা একটা বড় পর্বের প্রথম অংশ। আমি সাধারণত এক পর্বে কি লিখি সেটা ছক করে রাখি। এই পর্বের ছকে যা ছিল তা যোগ করতে গেলে আর অনেক কিছু লিখতে হত এবং তাতে হয়ত আর এক সাপ্তাহ সময় বেশি লাগত। এই কারণে আপাতত যা লেখা হয়েছে সেটাই দিলাম। এটা ত্রিশ নামাবার পর্বের প্রথম ভাগ। তবে আংশিক পর্ব দিলেও এটা নিজ গুণে একটা আলাদা পর্ব হতে পারত।
এনজয় করুন পর্বটা। আর পড়ার পর কেমন লাগল সেটা অবশ্যই জানাবেন। মন্তব্য, মেসেজে। লাইক রেপু দিবেন। আমার গল্পে অনেক নীরব পাঠক আছেন যারা লগিন করেন না। এই গল্পে কমেন্ট দেবার জন্য হলেও একাউন্ট খুলে জানান, লাইক রেপু দিন। আপনাদের উতসাহ শত ব্যস্ততার মাঝেও এই লেখা চালিয়ে যাবার রসদ যোগায়।
Welcome back! আগুন লাগাই দিসেন।