31-03-2024, 11:58 PM
(This post was last modified: 01-04-2024, 12:03 AM by কাদের. Edited 1 time in total. Edited 1 time in total.)
ঘ
মুন্সীর মাথা ধরে আছে। নির্বাচন কাছে আসছে। এর মধ্যে এই অনেক কিছু করতে হবে। সানরাইজ গ্রুপ কে নির্বাচনের আগে প্রেসার দিয়ে মাঠ থেকে নামানোর সব উপায় এখন প্রায় বন্ধ। নুসাইবা কিভাবে হাওয়া হল এইটা এখনো বের করতে পারছে না ওর গ্রুপ। ফ্রিজ ডেলিভারি দিতে আসা লোকেরাই নিয়ে গেছে ওকে এইটা শিওর। এমন পরিকল্পনা ভাল কোন অভিজ্ঞতা আছে এমন কার করার কথা। ওর সন্দেহ ম্যানেজারের দিকে। নুসাইবা কে সরালে আদতে ম্যানেজার তথা সানরাইজ গ্রুপের লাভ। তবে একটা জিনিস ধরতে পারছে না। নুসাইবা হাওয়া হওয়ার পরের দিন সানরাইজ গ্রুপের যারা ঐ বাসা পাহাড়া দিত তারা নুসাইবার ফ্ল্যাট এমন তন্ন তন্ন করল কেন। ওরাই যদি সরাবে তাহলে আবার ফ্ল্যাট ঘাটার কি দরকার। চাইলে নুসাইবা দিয়েই জিনিস নেওয়ালে হত। নাকি নুসাইবা কে ওরা জোর করে নিয়েছে। শালী এমন কড়া মাল। হাত ফসকায়ে গেল। আফসোস হয় মুন্সীর। আবার এয়ারপোর্টের সিসি ক্যামেরায় একটা ছেলের সাথে একটা গাড়িতে উঠল। গাড়ির নাম্বার প্লেট যথারীতি ভুয়া। ছেলেটার ফেস দেখা যায় নায় ক্যামেরায়। আর গাড়িতে উঠার আগে নুসাইবা ছেলেটাকে যেভাবে জড়ায়ে ধরছে অনেকদিনের পরিচয় না থাকলে কেউ এইভাবে জড়ায়ে ধরে না। এই কেসটা কি সেটাও বুঝছে না। ছেলেটা কে? ম্যানেজারের গ্রুপের কেউ? তাইলে নুসাইবা জড়ায়ে ধরল কেন? নুসাইবার কি আড়ালে প্রেম আছে নাকি। মুন্সী ভাবে ওর নজরদারিতে যারা থাকে তাদের দশ বছর আগে কি দিয়ে ভাত খাইছিল সেটা বের করে ফেলে। তাই কিভাবে নুসাইবার প্রেম আড়ালে থাকল বুঝল না। কোন কল রেকর্ড নাই। গত কয়েকমাসে কোথাও সন্দেহজনক ভাবে যায় নায়। আর এই ছেলেটা যদি গোপন প্রেমিক হয় তাইলে কে এই ছেলে? যে ওর নাকের ডগা দিয়ে নুসাইবা কে বের করে নিয়ে গেল। গাড়ির ভুয়া নাম্বার প্লেট আর যেভাবে বের করেছে সেটাতে মনে হচ্ছে এই ছেলে ঘাগু মাল। কিন্তু এই ছেলে কি একা নাকি কার হয়ে কাজ করে। মুন্সীর মাথা ব্যাথা বাড়ে। আপাতত ইলেকশন মাঠের লোকজন কে ব্লাকমেইল করে কিভাবে নিজেদের পক্ষে আনা যায় সেইটা ভাবছে। কিছুটা সফল হয়েছে অবশ্য। দেখা যাক। সামনে থাকা ফাইলটার দিকে তাকায় মুন্সী।
এই ফাইলটা ছিল ওর তুরুপের তাস। নুসাইবা বা আরশাদ যে কার মুখ এই ফাইল দিয়ে খোলানো যেত। আরশাদ কে এই ফাইল দেখালে ভয়ে সব বলত। আর নুসাইবা কে দেখালে রাগে যা জানে সব বলত নাইলে দরকার হলে খবর বের করে দিত সব খুজে। তবে যতক্ষণ না আরশাদ বা নুসাইবা কেউ হাত আসছে ততক্ষণ এই ফাইলের কাজ নেই। তবে মুন্সী ঠিক করে যাই হোক, এই দুইটারে একটা শাস্তি দিতে হবে। আরশাদ আর নুসাইবার জন্য যা নাজেহাল হইতে হচ্ছে। ঐদিন ওশেন গ্রুপের মালিক সরাসরি ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। মাথা খারাপ করে দিছে এটা ওর। এত দিন ধরে এই লাইনে আছে ও, সবাই জানে কাজ নিয়ে কখনো সেক্রিফাইস করে না মুন্সী। যা দরকার তাই করে। কিন্তু এই আরশাদ আর নুসাইবা কে কেন ধরতে পারছে না। মুন্সী ভাবে দরকার হইলে নির্বাচন শেষ হয়ে গেলেও এই ফাইল পৌছে দিতে হবে ওদের কাছে। যাতে সারাজীবন জ্বলে মরে। হাতের কাছে থাকা চায়ের কাপে চুমুক দিতে দিতে নির্বাচনের অন্য প্ল্যান গুলো নিয়ে মাথা ঘামাতে থাকে মুন্সী।
মুন্সী যখন মাথা ব্যাথায় ক্লান্ত ঠিক তখন ঢাকা শহরের এক কর্পোরেট অফিসে আরেকজন মাথা ব্যাথায় ক্লান্ত। ম্যানেজার। সানরাইজ গ্রুপের সাথে সারাজীবন ধরে আছে ম্যানেজার। ওর বাবা ছিল সানরাইজ গ্রুপের মালিক আনোয়ার খানের বাবার ড্রাইভার। ওর পড়াশুনার সব খরচ এসেছে এই সানরাইজ গ্রুপ থেকে। আজীবন কৃতজ্ঞ এই জন্য ম্যানেজার। একজন ড্রাইভারের ছেলে হয়ে আজকে সে এতবড় পজিশনে। হাজার কোটি টাকার সম্পত্তি এই সানরাইজ গ্রুপের। এদের কর্পোরেট অফিস ম্যানেজম্যান্টের টপ পাচ জন লোকের একজন ও। ম্যানেজার সারাজীবন লয়াল। সানরাইজ গ্রুপের পরাজয় মানে ওর পরাজয়। তাই ব্যাপারটা মেনে নিতে পারছে না। নুসাইবা কিভাবে হাওয়া হয়ে গেল। আরশাদ কে জিজ্ঞেস করেছিল ব্যাপারটা, কিন্তু আরশাদের মুখ ভংগী দেখে বুঝেছে ব্যাচারা কিছু জানে না। নুসাইবার নামে ইংল্যান্ডে একটা টিকেট কাটা হয়েছিল কিন্তু সেই টিকেটের জন্য কেউ চেক ইন করে নি। ম্যানেজারের সন্দেহ মুন্সী হাওয়া করে দিয়েছে নুসাইবা কে। এটাই ভয় এখন ম্যানেজারের। কারণ সানরাইজ গ্রুপের সাথে আরশাদের কি সম্পর্ক এটা ভালভাবে না জানলেও নুসাইবা জানে আরশাদের অনেক সম্পত্তির কথা। আরশাদের বন্ধু রিয়াদের কথা জানে নুসাইবা। ম্যানেজার তাই নুসাইবা হাওয়া হওয়ার পর রিয়াদ আর তার ফ্যামিলির জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে। কারণ রিয়াদ এখন আরশাদের সাথে সানরাইজ গ্রুপের লিংক স্থাপন করতে পারবে। তবে ম্যানেজার মনে মনে ভাবে মুন্সী সম্পর্কে বাজারে যা শোনা যায় লোকটা আসলে তার থেকে দক্ষ। ওর নাকের ডগা দিয়ে হাওয়া করে দিয়েছে নুসাইবা কে। ফিল্ডে ওদের দলের লোকদের টোপ দিচ্ছে সেটাও জানে। দুই একজন অলরেডি টোপে পা দিয়েছে। মুন্সী ইজ রিয়েলি এ ট্রাবল। ওকে মাঠ থেকে বের করার একটা উপায় খুজতে হবে। ম্যানেজার ওর গেম প্ল্যান সাজাতে থাকে। মুন্সী কে কিভাবে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করা যায়।