21-03-2024, 07:21 PM
(This post was last modified: 21-03-2024, 07:36 PM by xxxfuckHD. Edited 1 time in total. Edited 1 time in total.)
গল্পটা যত বেশি আগাচ্ছে মনের কোণে বিষাদ জমছে। সব ভালো গল্পগুলোর মতো এটাও একদিন শেষ হয়ে যাবে। গল্পের চরিত্র গুলোকে কেন জানি খুব চেনা পরিচিত মনে হয়। জানি না কেউ ভেবেছে কি না এমন তবে আমার কাছে সাবরিনা আর মাহফুজের দূর্দান্ত রসায়ন সবচেয়ে বেশী মধুর লেগেছে। কোল্ড বিচ সাবরিনা যেভাবে মাহফুজের কাছে আদুরে ভাবে নিজেকে মেলে ধরেছে সেটার বিবরণ সত্যিই কাদের ভাই অসম্ভব সুন্দর করে তুলে ধরেছেন। সামনে সাফিনা করিমের সাথে মাহফুজের মিলন যে ভয়ানক উত্তেজনাকর হবে এই নিয়ে সন্দেহ নেই। সেই অপেক্ষায় দিন গুনছি। মনে মনে খুব আশা করে আছি যেন কাদের ভাই সিনথিয়ার সাথেও ঘনিষ্ঠ মুহুর্তের কথা তুলে ধরেন। যার বোন ফুফু আর মা মাহফুজের মনের জালে জড়িয়ে গেছে তার জন্য এটুকু অবশ্যই প্রাপ্য। আপডেটের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।