10-03-2024, 08:51 PM
(08-03-2024, 01:33 AM)কাদের Wrote: আমি ব্যক্তিগত একটা ঝামেলার কারণে একটু অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। লেখা বন্ধ হয় নি। মানসিক অস্থিরতার মাঝে লেখা যায় না তাই আপডেট আসছে না। আর কবে পরের আপডেট আসবে সেটা এই মূহুর্তে বলতে পারছি না। সব নির্ভর করছে সমস্যার সমাধানের উপর।
** গালাগালি করতে পারেন তবে লাভ নেই, এই অবস্থায় লেখা সম্ভব না আমার পক্ষে।
***আর যারা ধৈর্য্য ধরছেন তাদের কে ধন্যবাদ।
আপনি আগে স্থির হোন ভাই, নিজেরে সময় দেন।।। আমরা আছি সাথে সমস্যা নাই, শুধু অনুরোধ যে নিজের প্রতি খেয়াল, সম্মান দুই ই রাইখেন,; আর গুটিকয়েক মানুষের নিগেটিভ কথায় রাগ করে এত এত মানুষের থেকে দূরে সরে যাইয়েন না।।। আমরা অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু আপনারে হারাইতে রাজি নই।।