25-02-2024, 02:49 AM
(25-02-2024, 01:07 AM)কাদের Wrote: লেখার প্রশংসা করার জন্য ধন্যবাদ। আমি আপনার উত্তরটা এক লাইনে দিয়ে দিতে পারি তবে সেটাতে গল্প পড়ার মজাটাই নষ্ট হয়ে যাবে। গল্পের পরিণতি না জেনে গল্প পড়ার একটা আনন্দ আছে। পাঠক হিসেবে হয়ত আপনি কিছু কল্পনা করবেন গল্পের পরিণতি, কিছু জায়গায় সেগুলো মিলবে কিছু জায়গায় মিলবে না। মিলা আর না মিলার এই খেলাটা পাঠকের পাঠ অনুভূতি আর চমৎকার করে। তাই একটু কষ্ট করে পড়তে থাকুন। আশা করি আশাহত হবেন না। আর যদি সত্যি সত্যি গল্পটা পাঠক হিসেবে কন্টিনিউ করেন তাহলে মাঝে মন্তব্যে গল্প পাঠের অনুভূতি জানিয়ে যাবেন।
পড়া শুরু করুন,এক কথায় এটাই বলেছেন বলে মনে হচ্ছে।
আমি পড়া শুরু করতেই পাড়ি,ভালো না লাগলে সেটা বাদ দিতে কেউ আমাকে বাধা দেবে না,কিন্তু মাঝ পথে থেমে যাওয়াটা আমার কাছে বিরক্তিকর।এবং তার সঙ্গে যদি শেষে গিয়ে মিল না হয়! তখন আরো খারাপ লাগবে।
কমেন্টে সব নুসাইবা, নুসাইবা করছে। পড়া হবে বলে মনে হয় না।
রিপ্লাই করার জন্যে ধন্যবাদ।
আপনার লেখার হাত অনেক ভালো।
আশা করি সবাইকে গল্পের শেষ পর্যন্ত পড়ার সুযোগ দেবেন! শুভো কামনা রইল।